ট্রফি কার- দোলেশ্বর নাকি শেখ জামালের?

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 13:37:04

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ টি-টুয়েন্টির শিরোপা লড়াইয়ে মুখোমুখি প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও শেখ জামাল ধানমন্ডি ক্লাব। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি শুরু সোমবার সন্ধ্যা ৬টায়। শিরোনামের উত্তরটা মিলবে সোমবার রাতেই। তবে তার আগে বলেই দেওয়া যায় এবার নতুন চ্যাম্পিয়ন পাচ্ছে প্রিমিয়ার লিগ।

এর আগে দুইবার ফাইনাল খেলেছে প্রাইম দোলেশ্বর। একবার শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আর ফাইনালে হতাশ হয়ে মাঠ ছেড়েছে দুই দলই। অবশ্য সেই দিনটি ম্যাচই ছিল ওয়ানডে। এবার টি-টুয়েন্টির ২০ ওভারের লড়াই। ফাইনাল ম্যাচটি সরাসরি দেখাবে স্যাটালাইট চ্যানেল গাজী টিভি। আবার গ্যালারির দর্শকদের জন্যও থাকছে বিনা টিকিটে খেলা দেখার সুযোগ।

ওয়ানডে লড়াইয়ের আগে এবার ১২ দলকে নিয়ে হয়েছে টি-টুয়েন্টি লড়াই। যেখানে স্থানীয় ক্রিকেটারদের নিয়ে লড়েছে দলগুলো। ফেভারিটদের পতনে ফাইনালে উঠে এসেছে শেখ জামাল -দোলেশ্বর।

প্রথম সেমিফাইনালে শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে ৫ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে আসে শেখ জামাল। শেষ চারের আগে ম্যাচে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবকে ৬ উইকেটে উড়িয়ে দেয় প্রাইম দোলেশ্বর। এবার শিরোপা লড়াই। শিরোপা ছাড়া অন্য কিছু ভাবছে না দুই দলই।

রোববার ট্রফি সামনে পোজ দিয়ে শেখ জামাল অধিনায়ক নুরুল হাসান সোহান মুখোমুখি হলেন গণমাধ্যমের। এই উইকেটকিপার ব্যাটসম্যান বলছিলেন, ‘দেখুন, ২০ ওভারের ক্রিকেটে ফেভারিট বলে কিছু নেই। যারা যেদিন ভালো খেলে তারাই এগিয়ে যায়। দোলেশ্বর অবশ্যই ভালো দল। আমরা প্রতিপক্ষের কথা না ভেবে নিজের খেলাটা খেলে যেতে চাই। সুযোগ কাজে লাগাতে পারলে ভালকিছু হবেই!’

আশাবাদী প্রাইম দোলেশ্বর অধিনায়ক ফরহাদ রেজাও। যিনি দুর্দান্ত ফর্মে রয়েছেন। এই অলরাউন্ডার বলছিলেন, ‘শেষদিকে অনেক ভালো খেলছে শেখ জামাল। ওদের জিয়া ছাড়াও কিছু পাওয়ার হিটার আছে। তবে দুটো দলই সমান, টি-টুয়েন্টিতে যে যেদিন ভালো খেলবে সেই জিতবে।’

ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগের টি-টুয়েন্টিতে চ্যাম্পিয়ন দল পাবে ৫ লাখ টাকা। রানার্সআপের জন্য ৩ লাখ।

শেখ জামাল-
নুরুল হাসান সোহান (অধিনায়ক) জিয়াউর রহমান, তানবীর হায়দার, নাসির হোসেন, ইলিয়াস সানি, শহিদুল ইসলাম, ইমতিয়াজ হোসেন তান্না, ফারদিন হাসান অনি, এনামুল হক, সালাউদ্দিন শাকিল, রাকিন আহমেদ, মিনহাজুল আবেদিন আফ্রিদি, হাসানুজ্জামান ও মেহরাব হোসেন যোশি।

প্রাইম দোলেশ্বর-
ফরহাদ রেজা (অধিনায়ক), মার্শাল আইয়ুব, আরাফাত সানি, তাইবুর পারভেজ, সাইফ হাসান, সৈকত আলি, মাহমুদুল হাসান লিমন, এনামুল হক জুনিয়র, জসিম উদ্দিন, ফরহাদ হোসেন ও আরাফাত সানি জুনিয়র।

এ সম্পর্কিত আরও খবর