আবাহনীকে পেছনে ফেলে শীর্ষে বসুন্ধরা

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-15 01:13:24

অভিষেকেই শিরোপা জয়ের পথে দাপটে এগিয়ে যাচ্ছে বসুন্ধরা কিংস। ফেভারিটদের সঙ্গে সমান তালে লড়ে যাচ্ছে দলটি। তারই পথ ধরে এবার আরামবাগ ক্রীড়া সংঘকে হারিয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের শীর্ষে ফিরলো বসুন্ধরা। পয়েন্ট তালিকার দ্বিতীয়স্থানে নেমে গেল আবাহনী লিমিটেড।

আগের ম্যাচেই ড্র করে পয়েন্ট হারিয়েছিল দলটি। রোববার নীলফামারীর শেখ কামাল স্টেডিয়ামে ৩-২ গোলে তারা হারিয়েছে আরামবাগকে।

প্রিমিয়ার লিগে রোববার অারেক খেলায় ২-০ গোলে টিম বিজেএমসিকে হারিয়েছে মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে জয়ী দলের হয়ে গোল দুটি করেন মেহেদী হাসান রয়েল ও মিথুন বিশ্বাস।

এই জয়ে ৭ ম্যাচে মুক্তিযোদ্ধার অর্জন ১০ পয়েন্ট। ৮ ম্যাচে টিম বিজেএমসির পয়েন্ট মাত্র ৩।

ম্যাচ হারলেও ২৩তম মিনিটে আরিফুর রহমানের গোলে এগিয়ে যায় আরামবাগ। অবশ্য এক মিনিট না যেতেই জাহিদুল ইসলাম বাবুর আত্মঘাতি গোলে সমতায় ফিরে কিংস। ৩৪তম মিনিটে দেনিয়েল কলিনদ্রেস সোলেরার পাস থেকে বল পেয়ে ফেভারিটদের এগিয়ে দেন মতিন মিয়া। আর ৪২তম মিনিটে মার্কোস দি সিলভার গোলে ব্যবধানটা আরো বাড়িয়ে নেয় বসুন্ধরা।

দ্বিতীয়ার্ধের অবশ্য ঘুরে দাঁড়ায় আরামবাগ। ৫৩তম মিনিটে দলের নাইজেরিয়ান ফরোয়ার্ড ম্যাথিউয়ের তৈরি করা উৎসে গোল করেন কিংসলে চিগোজি। তবে ম্যাচে অবশ্য সমতা ফেরানো হয়নি।

বাংলাদেশ প্রিমিয়ার লিগে এ অবস্থায় বসুন্ধরা ৭ ম্যাচে ১৯ পয়েন্ট শীর্ষে ফিরলো। আট ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে এরপরই আছে বর্তমান চ্যাম্পিয়ন আবাহনী। ৮ ম্যাচে আরামবাগের পয়েন্ট ১২।

এ সম্পর্কিত আরও খবর