চকবাজার ট্র্যাজেডিতে শোকাহত তামিম-মুস্তাফিজরাও

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 03:11:56

শোকে স্তব্ধ গোটা বাংলাদেশ। আবারো মৃত্যুর মিছিল পুরনো ঢাকায়। রাজধানীর চকবাজারে বুধবার রাতে অগ্নিকাণ্ডে মৃত্যের সংখ্যা বেড়েই চলছে। এরইমধ্যে ৭০ জন নিহত আর আহত অর্ধশত। এই ট্র্যাজেডিতে শোকাহত দেশের ক্রিকেটাররাও। নিউজিল্যান্ডে থাকা টাইগার ক্রিকেটারদের মনটাও বিষন্ন হয়ে আছে।

বুধবার রাত ১০টার একটু পর নন্দকুমার দত্ত সড়কের চুরিহাট্টা মসজিদ গলির রাজ্জাক ভবনে আগুন লাগে। এরপর গভীর রাতে পাশের কয়েকটি ভবনে আগুন ছড়িয়ে পড়ে। এরপরই জানা যায় আগুনে পুঁড়ে অসংখ্য মানুষের মৃত্যুর সংবাদ!

খবরটা শুনেই শোকাহত তামিম ইকবাল। জাতীয় দলের এই ওপেনার নিহত-আহত মানুষদের জন্য প্রার্থনা করলেন। চকবাজার ট্র্যাজেডির খবরে হতাশ মুস্তাফিজুর রহমানও। সুদুর নিউজিল্যান্ডে বসে মন খারাপ তার। বললেন, ‘খবরটা শোনার পর থেকেই খুব খারাপ লাগছে। এত মানুষ মারা গেল! নিহতদের আত্মার মাগফিরাত কামনা করি। যারা হাসপাতালে, তাদের জন্য দোয়া করি। দোয়াও করি এমন মর্মান্তিক দুর্ঘটনা থেকে আল্লাহ যেন আমাদের রক্ষা করেন।’

শোকাহত বাংলাদেশ দলের আরেক ক্রিকেটার সাব্বির রহমানও। বুধবারই যার ব্যাট থেকে এসেছে ক্যারিয়ারের প্রথম ওয়ানডে শতরান। সেই আনন্দ ম্লান হয়ে গেল চকবাজার ট্র্যাজেডিতে। বলছিলেন, ‘এতগুলো মানুষ মারা গেল, খুব খারাপ লাগছে আমার! যারা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন, দোয়া করি তাঁরা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন। সৃষ্টিকর্তা আমাদের এ ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা করুন।’

একইসঙ্গে সাব্বিরের ফেসবুক অফিসিয়াল পেজে লেখা হয়েছে- ‘এই মুহূর্তে যারা ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার বা এর আশেপাশে অবস্থান করছেন, তারা দয়া করে ঢাকা মেডিকেলে চলে যান। চকবাজার অগ্নিকান্ডে আহতদের জন্য প্রচুর রক্ত লাগছে। চলুন রক্ত দিয়ে অর্জিত এই ভাষা দিবসে রক্ত দিয়ে জীবন বাঁচাই।’

এ সম্পর্কিত আরও খবর