আশায় আছেন অধিনায়ক মাশরাফি

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট, ঢাকা, বার্তা২৪.কম | 2023-08-23 23:24:55

বিশ্বকাপের দল গোছানোর আগে শেষ ওয়ানডেতে নামছে বাংলাদেশ। ২০ ফেব্রুয়ারির ভোরে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের ম্যাচে নামার আগে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা খুব একটা স্বস্তিতে নেই। টানা দুই ম্যাচে হেরে সিরিজে হেরেছে বাংলাদেশ। শেষ ওয়ানডে থেকে যদি ইতিবাচক কিছু পাওয়া যায়- অনেক আশা নিয়ে সেই অপেক্ষায় এখন অধিনায়ক মাশরাফি।

নিউজিল্যান্ড যে কোন দলের জন্যই কঠিন সফরের একটি। বাংলাদেশের জন্য সেটা আরো বেশি কঠিন। এখনো দ্বিপাক্ষিক সিরিজে নিউজিল্যান্ডের মাটিতে কোন ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। এবারের সফরে বাংলাদেশ অধিনায়কের পরিকল্পনা ছিলো ব্যর্থতার সেই ধারাবাহিকতা থেকে বেরিয়ে আসা এবং বিশ্বকাপের দল ঘোষণার আগে পুরো দলকে একটু ‘ফাইন টিউন’ করে নেয়া।

কিন্তু প্রথম দুই ম্যাচের ব্যাটিং-বোলিংয়ের পারফরমেন্সের যে হাল তাতে টিউনিং আর হলো কই? টিউনের তারই যে ছিঁড়ে গেছে!

ডানেডিনে সিরিজের শেষ ওয়ানডেতে নামার আগে সেই প্রসঙ্গে বাংলাদেশ অধিনাক বলছিলেন-‘বিশ্বকাপের দল বাছাই করার আগে এটাই আমাদের শেষ ওয়ানডে। বিশ্বকাপের মাঠে নামার আগে আমরা আয়ারল্যান্ডেও একটা সিরিজ খেলবো। আমাদের এই দল বেশ অভিজ্ঞ। তবে হ্যাঁ, মানতেই হচ্ছে বিশ্বকাপের আগেভাগে আমরা এখানে এই নিউজিল্যান্ড সফরে যেভাবে চেয়েছিলাম ঠিক সেভাবে সবকিছু ঘটেনি। দেখা যাক, শেষ ওয়ানডের অপেক্ষায় আছি আমরা।’

-সিরিজের প্রথম দুই ম্যাচে কোন প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেনি বাংলাদেশ। ঠিক কোথায় এবং কিসের ভুলে এই ব্যর্থতা? উত্তরটা দিতে বেশি সময় নিলেন না মাশরাফি- ‘নেপিয়ারের উইকেট ব্যাটিংয়ের জন্য খুব ভাল ছিলো। তবে আমরা ঠিক মতো খাপ খাইয়ে নিতে পারিনি। তবে ২-০ তো সিরিজ হারলে এগুলোকে অজুহাতের মতো শোনায়। আমরা তেমন কেমন অজুহাত খুঁজছি না। এখন আমরা শেষ ম্যাচ নিয়ে ভাবছি। এই ম্যাচ থেকে আমরা যাতে ভালকিছু নিয়ে ফিরতে পারি, সেই অপেক্ষায় আছি।’

মাশরাফির আশা পুরুনের বড় দায়ভার কিন্তু দলের ব্যাটসম্যানদের ঘাড়ে। প্রথম দুই ম্যাচে দলের টপঅর্ডার ভয়াবহ ভাবে ব্যর্থ হওয়ায় ম্যাচে আর দাড়াতেই পারেনি বাংলাদেশ। ব্যাটসম্যানদের সেই দায়িত্বের কথা মনে করিয়ে দিয়ে অধিনায়ক বলছিলেন-‘ আশায় আছি টপঅর্ডার ব্যাটসম্যানরা রান পাবে। মিডলঅর্ডার সেই রানকে আরো অনেক বড় করতে পারবে। শেষ পর্যন্ত আমরা একটা বড় ইনিংস যেন দাড় করাতে পারি। ডানেডিনের এই উইকেট দেখে যা বুঝেছি, এটাও ব্যাটিংয়ের জন্য খুবই ভাল উইকেট। আমরা এখানে আগে টেস্ট ম্যাচ খেলেছি। সেই ম্যাচে ভাল ব্যাটিং করেছিলাম আমরা। এই উইকেটে রান মিলে। একটি ওয়ানডেতে ইংল্যান্ডের ৩৪০ রান নিউজিল্যান্ড এই মাঠে ৪০ ওভারের মধ্যেই টপকে গিয়েছিলো! আশা করছি এবারো এখানে রান মিলবে। আমরা সেই চিন্তা নিয়েই এই ম্যাচের পরিকল্পনা তৈরি করছি।’

আর নিউজিল্যান্ডও একটা পরিকল্পনা তৈরি করছে-সিরিজটা ৩-০ করার!

এ সম্পর্কিত আরও খবর