সেই চেলসিকে হারিয়ে শেষ আটে ম্যানইউ

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 04:34:47

একেই বলে মধুর প্রতিশোধ! যাদের কাছে হেরে গতবার ছিটকে পড়েছিল সেই চেলসিকেই এবার হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠে গেল ম্যানচেস্টার ইউনাইটেড। নয় মাস আগে হারের প্রতিশোধটা এবার তুলে নিয়েছে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটি।

সোমবার রাতে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে ২-০ গোলের জয়ে ম্যানইউ শেষ ষোলোর বাধা পেরোলো। রেড ডেভিলদের পক্ষে গোল দুটি করেন আন্দের এররেরা ও পল পগবা।

২০১৭-১৮ মৌসুমের এফএ কাপের ফাইনালে ম্যানইউকে হারিয়ে শিরোপা জিতেছিল চেলসি। এবার সেই ক্লাবটির স্বপ্ন ভেঙে দল উঠে গেল শেষ আটে।

প্রতিপক্ষের মাঠে দাপুটে ফুটবল খেলেই হাসিমুখে মাঠ ছেড়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ম্যাচের বয়স যতো বেড়েছে ততোই দাপট বেড়েছে অতিথি ক্লাবটির। খেলার ৩১তম মিনিটে পল পগবার ভাসানো ক্রসে অসাধারণ এক হেডে ব্যবধান গড়ে দেন এররেরা (১-০)।

এরপর ৪৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন পগবা। মার্কাস রাশফোর্ডের ক্রসে ফরাসি এই ফরোয়ার্ডের হেড, বল আশ্রয় নেয় চেলসির জালে। এবারের মৌসুমে এটি সব মিলিয়ে পগবার ১৪ নম্বর গোল।

এরপর দ্বিতীয়ার্ধে খেলায় ফেরার জন্য আপ্রাণ লড়ে গেছে চেলসির ফুটবলাররা। তবে প্রতিপক্ষের ডিফেন্স ভাঙতে পারেনি। শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে ম্যানইউ।

এফএ কাপের শেষ আটে ম্যানচেস্টার ইউনাইটেড লড়বে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের সঙ্গে। আরেক ম্যাচে ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ সোয়ানসি সিটি।

এ সম্পর্কিত আরও খবর