গোল করেই যাচ্ছেন সিআর-সেভেন

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-10 17:55:33

তাকে কেন বিশ্বসেরা ফুটবলারদের একজন বলা হয়, সেটা প্রায় প্রতি ম্যাচেই বুঝিয়ে দিচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তিনিই জুভেন্টাসের প্রাণভ্রোমরা! সিরি-এ'তে আরেকটি ম্যাচে দেখা মিলল এই মহাতারকার দাপট। টানা তৃতীয় ম্যাচে গোল পেলেন তিনি। আলোচনার বাইরে থাকা দল সাসুলোকে অনায়াসে হারাল জুভেন্টাস।

রোববার ৩-০ গোলের জয়ে শিরোপা জয়ের পথে আরো এগিয়ে গেল তুরিনোর ওল্ড লেডি খ্যাত ক্লাবটি।

খেলার ২৩তম মিনিটেই এগিয়ে যায় জুভেন্টাস। গোলদাতা সামি খেদিরা। রোনালদোর আক্রমন থেকেই বল পেয়ে যান এই জার্মান। সুযোগটা কাজে লাগাতে ভুল করলেন না খেদিরা।

৭০তম মিনিটে ব্যবধানটা দ্বিগুণ করেন রোনালদো (২-০)। এনিয়ে এবারের সিরি-এ'তে এটি সিআর-সেভেনের ১৮ নম্বর গোল। গোলদাতাদের তালিকার শীর্ষে আছেন তিনিই। ইতালিয়ান ঘরোয়া ফুটবলে শুরুটা ভাল না হলেও এখন আর রোনালদোকে আটকে পারছেন না প্রতিপক্ষের ডিফেন্ডাররা। গোল করাটাকে রীতিমতো অভ্যাস বানিয়ে ফেলেছেন এই পর্তুগিজ কিংবদন্তি।

জুভদের হয়ে তৃতীয় গোলটি করেন এমরে কান। এখানেও আছে রোনালদোর অবদান। তার পাস থেকেই বল পেয়ে ৮৬তম মিনিটে গোল করেন তিনি।

এই জয়ে ২৩ ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে শীর্ষে টানা সাতবারের চ্যাম্পিয়ন জুভেন্টাস। এরপরই আছে ৫২ পয়েন্ট নিয়ে নাপোলি। তৃতীয় স্থানে থাকা ইন্টার মিলানের অর্জন ৪৩ পয়েন্ট।

এ সম্পর্কিত আরও খবর