ছন্দে আবাহনী, থামল আরামবাগ

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 11:10:03

শিরোপা ধরে রাখার পথে দুর্দান্ত দাপটে এগিয়ে যাচ্ছে আবাহনী লিমিটেড। বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলে বৃহস্পতিবার ধানমন্ডির ক্লাবটি হারিয়েছে টিম বিজেএমসিকে। তপু বর্মনের গোলে হাসিমুখে মাঠ ছাড়ে ফেভারিটরা। তারই পথ ধরে তুলে নেয় টানা তৃতীয় জয়।

তবে হোঁচট খেয়েছে আরামবাগ ক্রীড়া সংঘ। টানা তিন জয়ে আরামে উড়তে থাকা দলটিকে হারাল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে শেখ জামাল।

স্কোরলাইন দেখে অবশ্য আঁচ করার উপায় নেই কতোটা দাপট দেখিয়েছে আবাহনী। কিন্তু ফিনিশিংয়ের অভাবে মাত্র ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে দলটি। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে বৃহস্পতিবার বর্তমান চ্যাম্পিয়নরা এগিয়ে যায় ২৬তম মিনিটে। ওয়ালীর ফ্রি কিকে ভেসে আসা বলে তপুর হেড।

এরপর বিজেএমসিও পাল্টা আক্রমনে জমিয়ে তুলতে চেয়েছে ম্যাচ। কিন্তু সুযোগ দেয়নি আবাহনীর ডিফেন্ডাররা। আবার আবাহনীও বারবার আক্রমনে গিয়েও গোল না পাওয়ার আক্ষেপে পুঁড়েছে। বিশেষ করে সানডে চিজোবো গোল মিসের মহড়া দিয়ে গেছেন। এই জয়ে লিগে আবাহনীর অর্জন পাঁচ ম্যাচে ১২ পয়েন্ট।

তবে জিতলেও পয়েন্ট তালিকায় সুবিধাজনক স্থানে নেই শেখ জামাল। পাঁচ ম্যাচে অর্জন মাত্র ৭ পয়েন্ট। আরামবাগ পাঁচ ম্যাচে ৯ পয়েন্ট।

বঙ্গবন্ধু স্টেডিয়ামে ম্যাচের ৬২তম মিনিটে স্পট কিকে শেখ জামাল লিড নেয়। গোল করেন দলের গাম্বিয়ার ফরোয়ার্ড সলোমন কিং। ডি-বক্সের মধ্যে মোহাম্মদ রকির হাতে বল লাগলে পেনাল্টি পায় দলটি। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লুসিয়ানো এমানুয়েল পেরেস (২-০)।

এ সম্পর্কিত আরও খবর