নিউজিল্যান্ড সফরে তাসকিনের বদলি শফিউল ও ইবাদত

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 05:25:22

একেই বলে কারো পৌষ মাস কারো সর্বনাশ। তাসকিন আহমেদের ইনজুরিতে ভাগ্য খুলে গেল দুই পেসারের। নিউজিল্যান্ড সফরের দলে জায়গা পেলেন শফিউল ইসলাম ও ইবাদত হোসেন। বিপিএলের ম্যাচে পায়ে চোট পেয়েছেন তাসকিন। প্রায় মাসখানেক মাঠের বাইরে থাকতে হবে এই পেসারকে। এ কারণেই নিউজিল্যান্ড সফরের দলে থাকা এই ক্রিকেটারের বিকল্প খুঁজে নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

সফরে বাংলাদেশ ওয়ানডে দলে জায়গা পেলেন শফিউল আর টেস্ট দলে ইবাদত।

বিপিএলে সিলেট সিক্সার্সের শেষ ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পান তাসকিন। তারপর এমআরআই শেষে জানা যায় বিশ্রামে থাকতে হবে তাকে। ফিরতে লাগবে প্রায় মাসখানেক সময়। এরমধ্যে ১৩ ফেব্রুয়ারি থেকে শুরু ওয়ানডে সিরিজ। ২৭ ফেব্রুয়ারি শুরু তিন ম্যাচ টেষ্ট সিরিজের প্রথমটি। এ কারণে তাসকিনের বিকল্প খুঁজে নিলেন নির্বাচকরা।

তাসকিনের ইনজুরিতে এবারই প্রথম জাতীয় দলে ডাক পেলেন ইবাদত। ২৫ বছর বয়সী এই পেসার পেসার হান্ট থেকে উঠে আসা বোলার। এরইমধ্যে খেলেছেন হাই পারফরম্যান্স স্কোয়াড, বিসিবি একাদশ ও বাংলাদেশ ‘এ’ দলে। এবারের বিপিএলে সিলেট সিক্সার্সের শেষ ম্যাচে ৪ উইকেট শিকার করেন তিনি। এর আগে বিসিএলে নেন ৫ ম্যাচে ২১ উইকেট।

শফিউল অভিজ্ঞ এক বোলার। চলতি বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে এখন পর্যন্ত নিয়েছেন ১৫ উইকেট। ৫৬ ওয়ানডে খেলা এই পেসারকে তাই ওয়ানডে দলে রেখেছেন নির্বাচকরা।

বাংলাদেশ ওয়ানডে দল-
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, সাকিব আল হাসান (সহ অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাঈম হাসান, শফিউল ইসলাম ও সাব্বির রহমান।

বাংলাদেশ টেস্ট দল-
সাকিব আল হাসান (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, মোহাম্মদ মিঠুন, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, নাঈম হাসান ও আবু জায়েদ চৌধুরী।

এ সম্পর্কিত আরও খবর