১ বলে ১৪ রান! ৪ ওভারে ৫৯, নতুন রেকর্ড!!

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, চট্টগ্রাম থেকে | 2023-08-24 13:28:29

বিপিএলে নিজের প্রথম ম্যাচটা ভয়াবহ দুঃস্বপ্নের মধ্যে দিয়ে কাটলো তরুণ বোলার সাদ্দাম হোসেনের। ম্যাচে ৪ ওভারে খরচা হলো তার ৫৯ রান। বিপিএলের এক ম্যাচে কোন বোলারের সর্বোচ্চ রান খরচের নতুন রেকর্ড এটি। খুলনা টাইটানসের সাদ্দাম হোসেনের খরুচে ৪ ওভারের এই স্পেলের মধ্যে তৃতীয় ওভারে এলো চার ছক্কায় ২৮ রান। সেই ওভারের প্রথম বলেই আবার সাদ্দাম দিলেন ১৪ রান!

বিস্ময় জাগতে পারে ১ বলে ১৪ রান কিভাবে?

বিস্তারিত এখানে।

নিজের তৃতীয় ওভারের প্রথম বলটাই করলেন সাদ্দাম ওয়াইড। সেই সুবাদে এক রান যোগ। একবলও বাড়লো। পরের বলটাও ওভার স্টেপিংয়ে নো বল। সেই বলে এভিন লুইস লং অনের উপর দিয়ে বিশাল ছক্কা হাঁকালেন। অর্থাৎ ওভারের বৈধ কোন বল হয়নি অথচ স্কোরবোর্ডে যোগ ৮ রান! ওভারের বৈধ প্রথম বলটাও লং অনের ওপর দিয়ে একই কায়দায় ছক্কা হাঁকালেন লুইস। এভাবেই ওভারের প্রথম বলেই মিললো ১৪ রান। সেই ওভারে লুইস ততক্ষনে মারমার কাটকাট ব্যাটিংয়ের লাইসেন্স যেন পেয়ে গেছেন!

দ্বিতীয় বলে এতজোরে হাঁকালেন লুইস যে ব্যাটে-বলে স্পর্শই হলো না। ডট বল।

তৃতীয় বলে এবার অবস্থান বদলালেন এভিন লুইস। ছক্কা হাঁকালেন লং অফ অঞ্চল দিয়ে।

চতুর্থ বলেও ব্যাট চালালেন লুইস। তবে ব্যাটের কানায় লেগে বল মিডউইকেটে গেলো। ১ রান মিললো।

পঞ্চম বলে ফ্লিক শট খেলে ইমরুল কায়েস শর্টকাভারে বল ঠেলে এক রান নিলেন।

ওভারের শেষ বলে এভিন লুইসের ফের ছক্কা। ডিপ মিড উইকেটের ওপর দিয়ে বল গ্যালারিতে গিয়ে পড়লো। বিশাল ছক্কা। ওভার শেষ হতে বোলার সাদ্দাম হোসেন বেচারা যেন বাঁচলেন।

সেই ওভারে তার মোট খরচ ২৮ রান। বিপিএলে একওভারে এর চেয়ে বেশি রান খরচের রেকর্ড আছে। মোহাম্মদ সাইফুদ্দিন এক ওভারে ৩২ রান খরচা করে সেই রেকর্ডের মালিক।

তবে খুলনার তরুণ মিডিয়াম পেসার সাদ্দাম হোসেনের এবারের বিপিএলের প্রথম ম্যাচ যেভাবে গেলো সেই ট্রমা কাটতে তারও কিছুটা সময় লাগতে পারে।

৪ ওভারের স্পেলে অতিরিক্ত রান আর ছক্কার ছড়াছড়ি। ওয়াইড ৬টি। নো বল ১টি। ছক্কা খেলেন ৬টি। বাউন্ডারির বাড়ি ২টি। সবমিলিয়ে রান খরচ ৫৯।

বিপিএলের এক ম্যাচে কোন রান খরচের নতুন রেকর্ড এটি। আগেরটি ছিলো ৪ ওভারে ৫৪ রানের। যে রেকর্ড এতদিন ধরে ছিলো আল আমিন হোসেন ও রবিউল হকের এক ওভারে সর্বোচ্চ ৫৯ রান খরচার নতুন রেকর্ডটা এখন সাদ্দাম হোসেনের।

এ সম্পর্কিত আরও খবর