ফাইনালে চেলসি,‌‌ সেমিতে এক পা রিয়ালের

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 13:08:13

প্রথম লেগে চেলসিকে চমকে দিয়েছিল টটেনহ্যাম হটসপার। ১-০ গোলের জয়ে ফাইনালে উঠার পথে একধাপ এগিয়ে যায় দলটি। কিন্তু ইংলিশ লিগ কাপ ফুটবলের সেমির দ্বিতীয় লেগে এসে একটুও ছাড় দেয়নি অলব্লুজরা। নিজেদের মাঠে বৃহস্পতিবার রাতে ২-১ গোলে জেতে তারা। দুই লেগ মিলিয়ে স্কোরলাইন দাঁড়ায় ২-২ সমতা।

যে কারণে খেলা গড়ায় টাইব্রেকারে। যেখানে টটেনহ্যামের স্বপ্ন ভেঙে লিগ কাপ ফুটবলের পাইনালে উঠে গেছে চেলসি। পেনাল্টি শুটআউটে তারা ৪-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।

২৪ ফেব্রুয়ারি লিগ কাপের ফাইনালে লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটির সঙ্গে লড়বে চেলসি। বার্টন অ্যালবিওনকে দুই লেগ মিলিয়ে ১০-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট পায় সিটি।

বৃহস্পতিবার অবশ্য প্রতিপক্ষের মাঠে ম্যাচের নির্ধারিত সময়ে মন্দ খেলেনি টটেনহ্যাম। তারপরও ২৭ মিনিটে এনগোলো কঁতের গোলে এগিয়ে চেলসি। এরপর ৩৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ইডেন হ্যাজার্ড।

তবে ৫০তম মিনিটে ম্যাচে ফিরে টটেনহ্যাম। ফের্নান্দো লরেন্তের গোলে স্বস্তি ফিরে অতিথিদের। এই ব্যবধান ধরে রেখেই মাঠ ছাড়ে দুই দল। খেলা গড়ায় টাইব্রেকারে।

পেনাল্টিতে চেলসির হয়ে গোল করেন উইলিয়ান, সেসার আসপিলিকুয়েতা, জর্জিনিয়ো ও ডেভিড লুইস। টটেনহ্যামের প্রথম দুই শটে বল জালে পাঠান ক্রিস্তিয়ান এরিকসেন ও এরিক লামেলা। মিস করেন এরিক ডায়ার ও লুকাস মোউরা।

এদিকে সার্জিও রামোসের জোড়া গোলে জিরোনাকে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনালে এক পা দিয়েছে রিয়াল মাদ্রিদ। সান্টিয়াগো বার্নাব্যুতে বৃহস্পতিবার কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৪-২ গোলে জিতেছে ফেভারিটরা।

যদিও ম্যাচের সপ্তম মিনিটে এগিয়ে গিয়েছিল জিরোনা। গোলদাতা আলেকসান্দার লোসানো। ১৮তম মিনিটে ম্যাচে সমতা ফেরান রিয়ালের লুকাস ভাসকেস। প্রথমার্ধের বিরতির আগে সার্জিও রামোসের পেনাল্টি গোলে এগিয়ে যায় রিয়াল। ৬৬তম মিনিটে আবারো জিরোনার গোল। দলকে সমতায় ফেরান আলেক্স গ্রানেল।

শেষ দিকে এসে দুটো গোল করে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। প্রথমে রামোস। এরপর করিম বেনজেমা নিশানা খুঁজে নেন।

বৃহস্পতিবার ফিরতি পর্বে জিরোনার মাঠে খেলতে নামবে রিয়াল মাদ্রিদ।

এ সম্পর্কিত আরও খবর