দ্রুততম মানব-মানবী ইসমাইল-শিরিন

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 03:23:37

হাসান মিয়াকে চমকে দিয়ে দেশের দ্রুততম মানব হলেন মোহাম্মদ ইসমাইল। প্রথমবার অংশ নিয়েই বাজিমাত এই অ্যাথলিটের। তবে মেয়ের অ্যাথলেটিক্সে সেই পুরনো রাণী। জাতীয় অ্যাথলেটিক্সের মেয়েদের ১০০ মিটার স্প্রিন্টে শ্রেষ্টত্ব ধরে রাখলেন শিরিন আক্তার।

বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে বিস্ময়ের জন্ম দিয়েছেন ইসমাইল। বড় আসরের এই আনকোরা অ্যাথলিটই হতাশ করলেন গতবারের সেরা হাসানকে। ১০.২৬ সেকেন্ড সময় নিয়ে ১০০ মিটারের প্রথম ইসমাইল। হাসান হয়েছেন দ্বিতীয়।

মেয়েদের বিভাগে সেরা এবারো সেই শিরিনেরই দাপট। ১১.৮০ সেকেন্ড সময় নিয়ে প্রথম হলেন তিনি। সোহাগী আক্তার ১১.৯০ সেকেন্ডে দৌড়ে হয়েছে দ্বিতীয়। গতবারও শিরিনের কাছে হার মেনেছিলেন তিনি।

এবার নিয়ে অষ্টমবারের মতো ১০০ মিটার স্প্রিন্টে দেশসেরা হলেন শিরিন। বাংলাদেশ নৌবাহিনীর এই অ্যাথলিট বুঝিয়ে দিয়েছেন তাকে চ্যালেঞ্জ জানানোটা সহজ নয়।

বিকেএসপির হাসান মিয়াকে হারানো বাংলাদেশ নৌবাহিনীর ইসমাইল অবশ্য লং জাম্প নিয়েই এতোদিন ব্যস্ত ছিলেন। এবার অভিমান করেই নামেন ১০০ মিটার স্প্রিন্ট্রে। প্রথম হয়ে বৃহস্পতিবার বলছিলেন, ‘দেখুন, ৮ বার লংজাম্পে স্বর্ণ জেতার পরও দেখলাম কোনো মূল্যায়ন হচ্ছে না। ১০০ মিটারে স্বর্ণ না জিতলে কোনো মজা নেই। কেউ আলোচনাতেও রাখে না। আন্তর্জাতিক টুর্নামেন্টে ১০০ মিটার জয়ীরাই যান, বিদেশে ট্রেনিংয়ের সুযোগও তারা বেশি পান। এ কারণেই আমি সংস্থাকে জানিয়েছিলাম লংজাম্পের পাশাপাশি ১০০ মিটারও  লড়বো। তারপর থেকেই আমি নিয়মিত অনুশীলন করেছি। ৭ জানুয়ারি বাংলাদেশ নৌবাহিনীর যে ট্রায়াল হয়। সেখানে দ্বিতীয় হয়ে চূড়ান্ত দলে সুযোগ পাই।’

বৃহস্পতিবার ইসমাইল ভাঙেন ২৮ বছরের পুরোনো রেকর্ড। ১৯৯১ সালে গোলাম আম্বিয়া স্বর্ণ জিতেন১০.৪০ সেকেন্ড সময় নিয়ে। আর ১৯৯৯ সালে মাহবুব আলমের ১০.৫৪ সেকেন্ডে শেষ করেন ১০০ মিটার। ইলেকট্রনিক টাইমিংয়ে ইসমাইল ১০.২৬ সেকেন্ড।

এ সম্পর্কিত আরও খবর