শীর্ষে থেকেই হোমগ্রাউন্ডে নামবে চিটাগং

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-27 08:26:16

ঢাকা, সিলেট, ঢাকা হয়ে এবার বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) উন্মাদনা চট্টগ্রামে। বন্দরনগরীতে শুক্রবার শুরু এই ফ্রাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টের ব্যাট-বলের লড়াই। মজার ব্যাপার হলো এবার প্রথমবারের মতো পয়েন্ট তালিকার শীর্ষে উঠেই হোম গ্রাউন্ডে খেলবে চট্টগ্রাম। প্লে-অফে জায়গা অনেকটাই নিশ্চিত মুশফিকুর রহিমের দলের।

তবে বাকী তিন দল কোনটি তা এখনো নিশ্চিত হয়নি। খুলনা টাইটানস ও সিলেট সিক্সার্স আছে ভয়াবহ চাপে। অন্যরা জায়গা পেতে লড়ে যাচ্ছেন। চট্টগ্রামের কাছেই হেরে শীর্ষ হারিয়েছে ঢাকা ডায়নামাইটস। সাকিব আল হাসানের দল আট ম্যাচের পাঁচটিতে জিতে আছে দ্বিতীয়স্থানে।

এখন অব্দি বিপিএলেরষষ্ঠ আসরে পয়েন্ট তালিকায় তিনে কুমিল্লা ভিক্টোরিয়ানস। ইমরুল কায়েসের দল ছন্দ ফিরে পেয়েছে। দলের সেরা তারকা অধিনায়ক স্টিভেন স্মিথকে হারানোর ধাক্কা সামলে উঠে লড়ে যাচ্ছে তারা। ঢাকার সমান ১০ পয়েন্ট তাদের সংগ্রহে। তবে রানরেটে পিছিয়ে তারা।

রংপুর রাইডার্সের ধারাবাহিকতা নেই। বারবারই পথ হারাচ্ছে মাশরাফি বিন মর্তুজার দল। তবে ঠিকই লড়াইয়ে আছে তারা। পয়েন্ট টেবিলে ৪ নম্বরে আছে উত্তরবঙ্গের দলটি। এরপরই রাজশাহী কিংস। পরের পর্বে খেলার সম্ভাবনা টিকিয়ে রেখেছে মেহেদী হাসান মিরাজের দল।

তবে সিলেট ও খুলনার প্লে-অফে খেলার সম্ভাবনা নেই বলেই চলে। পয়েন্ট তালিকার তলানিতে আচে এই দুই দল।

পয়েন্ট তালিকা-

অবস্থান   দল         ম্যাচ  জয়   পয়েন্ট   নেট রানরেট

১. চিটাগং ভাইকিংস       ৭  ৬  ১২     (+০.৩৩৯)

২. ঢাকা ডায়নামাইটস      ৮  ৫  ১০     (+১.৩৬১)

৩. কুমিল্লা ভিক্টোরিয়ানস   ৮    ৫  ১০    (-০.০৩৭)

৪. রংপুর রাইডার্স        ৮    ৪   ৮    (+০.২৬৪)

৫. রাজশাহী কিংস        ৮    ৪   ৮    (-০.৩৪৯)

৬. খুলনা টাইটানস       ৯     ২   ৪    (-০.৬৫৩)

৭. সিলেট সিক্সার্স        ৮     ২   ৪    (-০.৮৪২)

এ সম্পর্কিত আরও খবর