বাংলাদেশের সাবেক কোচ এখন মার্কিন ক্রিকেট দলের দায়িত্বে

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-04-18 12:11:07

অস্ট্রেলিয়ার সাবেক তারকা ব্যাটার স্টুয়ার্ট ল যুক্তরাষ্ট্রের পুরুষ দলের নতুন প্রধান কোচ হিসেবে নিযুক্ত হয়েছেন। মে মাসে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি হবে তার অধীনে যুক্তরাষ্ট্র দলের প্রথম সিরিজ।

নতুন দায়িত্ব পেয়ে স্টুয়ার্ট ল বলেছেন, ‘এই মুহুর্তে যুক্তরাষ্ট্রের ক্রিকেটে যোগদান করা একটি ভাল সুযোগ। খেলাধুলায় মার্কিন যুক্তরাষ্ট্র অন্যতম শক্তিশালী সহযোগী দেশ এবং আমি বিশ্বাস করি যে আমরা একটি শক্তিশালী স্কোয়াড তৈরি করতে পারব।‘

জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্বাগতিক দেশগুলোর একটি হলো যুক্তরাষ্ট্র। ঘরের মাটিতে বিশ্বকাপ খেলার আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজটি তাদের জন্য উপকারী হবে বলে মনে করেন তিনি, ‘প্রথম কাজটি হবে বাংলাদেশের বিপক্ষে সিরিজের জন্য দলকে প্রস্তুত করা এবং তারপরে আমাদের ঘরের বিশ্বকাপের দিকে নজর দেওয়া, যা খুব গুরুত্বপূর্ণ।‘

যুক্তরাষ্ট্র ক্রিকেটের চেয়ারম্যান ভেনু পিসিকে তাদের নতুন কোচের প্রশংসায় বলেন, ‘স্টুয়ার্ট সবচেয়ে দক্ষ কোচদের একজন। তিনি ইউএসএ ক্রিকেটে তার বিভিন্ন দায়িত্ব দিয়ে অনেক অভিজ্ঞতা অর্জন করেছেন। তাঁর আগমন পুরো দলের মনোবল বৃদ্ধি করতে সাহায্য করবে। বিশ্বকাপের ঠিক আগে স্টুয়ার্টকে বোর্ডে পেয়ে আমরা উচ্ছ্বসিত এবং একসঙ্গে অনেক সাফল্যের অপেক্ষায় আছি।‘

স্টুয়ার্ট ল এর আগে বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও আফগানিস্তানের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দলের কোচও হয়েছেন। ২০১২ সালের এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশকে নেতৃত্ব দিয়ে তিনি সাফল্যের খুব কাছে নিয়েছিলেন।

যুক্তরাষ্ট্র প্রেইরি ভিউতে বাংলাদেশের বিপক্ষে তিনটি ম্যাচ খেলবে স্টুয়ার্ট ল-এর যুক্তরাষ্ট্র দল। সে মাঠে তারা সম্প্রতি একটি টি-টোয়েন্টি সিরিজে কানাডাকে ৪-০ ব্যবধানে হারিয়েছে। তারা আশাবাদী যে বাংলাদেশের বিপক্ষেও নিজেদের সেরা খেলাটাই দেখাবে দল।

এ সম্পর্কিত আরও খবর