হেরেও কোয়ার্টার ফাইনালে রিয়াল

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-14 01:06:35

সেই একই গল্প। কিছুতেই ছন্দের দেখা নেই রিয়াল মাদ্রিদের। আবারো পথ হারিয়েছে স্প্যানিশ জায়ান্টরা। এবার লেগানেসের কাছে হেরে গেছে তারা। তারপরও অবশ্য পেয়ে গেছে কোপা দেল রের কোয়ার্টার ফাইনালের টিকিট। প্রথম লেগে জয়ই সম্মান বাঁচাল সান্টিয়াগো সোলারির দলের।

তবে কোপা দেল রে থেকে বিদায় নিয়েছে আতলেতিকো মাদ্রিদ। বুধবার আরেক ম্যাচে জিরোনার বিপক্ষে ফিরতি লেগে ১০ বারের চ্যাম্পিয়নরা ৩-৩ ড্র করে। তারই পথ ধরে অ্যাওয়ে গোলে পিছিয়ে পড়ে আতলেতিকো। গত সপ্তাহে প্রথম পর্বে জিরোনার মাঠে ১-১ ড্র করেছিল ফেভারিটরা।

বুধবার রাতে শেষ ষোলোর ফিরতি লেগে রিয়ালকে ১-০ গোলে হারিয়েছে লেগানেস। কিন্তু দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে শেষ আটে উঠে গেছে ফেভারিটরা। বার্নাব্যুতে নিজেদের মাঠের প্রথম লেগে ৩-০ গোলে জয়ই এগিয়ে দিয়েছিল তাদের।

বুধবার ম্যাচে অবশ্য সেরা একাদশে ছিলেন না রিয়ালের তিন তারকা। ইনজুরিতে ছিটকে পড়েন গ্যারেথ বেল, করিম বেনজেমা, আর গোলকিপার থিবো কোর্তোয়া। আর এই সুযোগটাই কাজে লাগিয়েছে লেগানেস। খেলার ৩০তম মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। স্রোতের বিপরীতে ব্যবধান গড়ে দেন মার্টিন ব্রেথওয়েট (১-০)।

পিছিয়ে পড়ে আরো বেশি আক্রমনাত্মক হয়ে উঠে রিয়াল। একাধিক সুযোগ পেয়েছিলেন দলের ফুটবলাররা। তবে গোলের দেখা মিলেনি। সুভাগ্য বলতে হবে-প্রথম লেগে জয়ই কোপা দেল রের ১৯ বারের চ্যাম্পিয়নদের পাইয়ে দিল শেষ আটের ছাড়পত্র।

এ সম্পর্কিত আরও খবর