বাংলাদেশের টেস্ট পারফরম্যান্সে হতাশ লিপু

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-04-05 16:32:56

সদ্যই জাতীয় দলের প্রধান নির্বাচকের চেয়ারে বসেছেন গাজী আশরাফ হোসেন লিপু। তার গড়া দল নিয়েই লঙ্কানদের বিপক্ষে টেস্ট খেলেছে বাংলাদেশ। তার আগে টি-টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা করে গিয়েছিল মিনহাজুল আবেদীন নান্নুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল। সেই দলে জাকের আলির সংযোজন করে বেশ প্রশংসিত হয়েছিলেন লিপু। তবে যখন টেস্টের জন্য পুরো দলটাই ঘোষণা করলেন লিপু, তখন অবশ্য হতাশই হতে হয়েছে তাকে। লঙ্কানদের বিপক্ষে টেস্টে যে পাত্তাই পায়নি বাংলাদেশ। যা নিয়ে হতাশা ঝরেছে লিপুর কণ্ঠেও।

শুক্রবার মিরপুরে টেস্ট দলের ভরাডুবি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন লিপু। সেখানেই তুলে ধরেছেন টেস্টে দল নিয়ে তার হতাশার কথা। লিপু বলেন, ‘টি-টোয়েন্টি আর ওয়ানডে খুব প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ সিরিজ হয়েছে। দুটো সিরিজে তৃতীয় ম্যাচটা চ্যালেঞ্জিং ছিল। এখানে আমার মতে দল মন্দ করেনি। হতাশ করেনি। তবে টেস্ট ক্রিকেটের ফলাফল ও পারফর্ম্যান্স নিয়ে আমরা হতাশ। ফলাফল যে আমাদের পক্ষেই আসতে হবে, এমন কোনো কথা ছিল না, আমরা চেয়েছিলাম আমাদের দলটা আরও প্রতিদ্বন্দ্বিতা করবে, আরও ভালো পারফর্ম করবে।’

টেস্টে ক্রিকেটে সাধারণত হোম কন্ডিশনের সুবিধা নিয়ে থাকে প্রতিটি দল। বাংলাদেশও সেই সুবিধা তুলেছে ইতোপূর্বে। ঘরের মাটিতে হারিয়েছে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো শক্তিশালী দলকে। তবে এবার সেখানে দেখা গেল উল্টো চিত্র। বাংলাদেশ নয় যেন এটা লঙ্কানদের চেনা কন্ডিশন। আর সেই কন্ডিশনের ফায়দা লুটে বাংলাদেশকে সিরিজে পাত্তাই দেয়নি তারা। হঠাৎ এমন উইকেটে খেলার কারণ কি?

সেই প্রশ্নের উত্তরে প্রধান নির্বাচক বলেন, ‘আমরা ভালো স্পোর্টিং উইকেটে খেলার চেষ্টা করেছি। কারণ দেশের পাশাপাশি বাইরে গিয়েও আমাদের অনেক টেস্ট খেলতে হবে। তার জন্য নিজেদের সক্ষমতা-দুর্বলতা যাচাইয়ের জন্যই বিসিবি এই উইকেটের ব্যবস্থা করেছে। এর কারণে হয়তো আমরা এই মুহূর্তে আশাহত, তবে এতে আমাদের দুর্বলতম জায়গাগুলো ফুটে উঠেছে, তা নিয়ে আমাদের টিম ম্যানেজমেন্ট নিশ্চয়ই কাজ করবেন।’

এ সম্পর্কিত আরও খবর