১৭তম ম্যাচেই আইপিএলের দ্রুততম ‘৩০০’ ছক্কার রেকর্ড

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-04-05 10:11:22

আইপিএলের এবারের আসর যেন পুরোদস্তুর রান বন্যার। গত ২৭ মার্চ মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২৭৭ রান তুলে আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। এর ৬ দিন বাদে এবার হায়দরাবাদের রেকর্ড ভাঙতে বসেছিল কলকাতা নাইট রাইডার্স। তবে ৫ রান কমে তাদের সংগ্রহ থামে ২৭২ রানে এসে। হায়দরাবাদ-মুম্বাইয়ের সেই ম্যাচে মোট ছক্কা হয়েছিল ৩৮টি। যা যেকোনো ক্রিকেট ম্যাচে সর্বোচ্চ ছক্কার রেকর্ড। এবার আসরের ১৭তম ম্যাচে এসেই গড়ল দ্রুততম ৩০০ ছক্কার রেকর্ড।

গত ২২ মার্চ থেকে শুরু হওয়া আইপিএলের ২০২৪ আসরে এখন পর্যন্ত ম্যাচ হয়েছে ১৭টি। সবশেষ গুজরাট টাইটান্স ও পাঞ্জাব কিংসের মধ্যকার ম্যাচে নামার আগে ১৬ ম্যাচে টুর্নামেন্টের মোট ছক্কা ছিল ২৯৯। পরে ম্যাচের প্রথম ওভারেই ছক্কা হাঁকান গুজরাট অধিনায়ক শুভমান। এতেই ৩৭৭৩ বলে ৩০০ ছক্কা পূর্ণ হয়। এর আগে এতো কম বলে ৩০০ ছক্কা দেখেনি কোনো আসর। 

আগের আসর ৩০০ ছক্কা পূর্ণ হতে লেগেছিল ৪৫৭৮ বল। এবার তার ৮০৫ বল আগেই সেই কীর্তি স্পর্শ করলো টুর্নামেন্টটি। 

গুজরাট ও পাঞ্জাবের বিপক্ষে গত রাতের ম্যাচে মোট ছক্কা হয়েছে ১৩টি। এতে ১৭ ম্যাচ শেষে আসরে এখন পর্যন্ত মোট ছক্কা ৩১২টি। এদিকে আসরের এই ১৭ ম্যাচের মধ্যে দুটিতেই পেরিয়েছে ২৫০-এর অধিক সংগ্রহ। যেটিও আইপিএলের ১৭ বছরের ইতিহাসে এই প্রথম। 

 

এ সম্পর্কিত আরও খবর