অস্ট্রেলিয়ার সঙ্গে দুই সিরিজ খেলে কী পেলেন নাহিদারা?

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-04-04 19:37:55

প্রথমবার বাংলাদেশে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসে ওয়ানডে এবং টি-টোয়েন্টি-দুই সিরিজেই বাংলাদেশকে ধবলধোলাই করেছে অস্ট্রেলিয়া। ঘরের মাটিতে ৬ ম্যাচের কোনোটিতে ন্যূনতম প্রতিদ্বন্দ্বিতাও গড়তে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। এমন ব্যর্থতার পর সংবাদ সম্মেলনে স্পিনার নাহিদা বারবার একটা কথাই বললেন, আমরা শিখছি।

ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবির কারণ হিসেবে অস্ট্রেলিয়ার অভিজ্ঞতাকে সামনে এনেছেন নাহিদা, ‘তারা অনেক অভিজ্ঞ দল। অনেকবার বিশ্বকাপ জিতেছে। আমাদের দলে অনেক তরুণ ক্রিকেটাররা ছিল। তাদের কাছে আমরা অনেক কিছুই শিখতে পেরেছি। আর এই শিক্ষাটা পরবর্তী সিরিজে কাজে লাগতে পারে।’

সিরিজে কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারলেও এই শিক্ষা নিয়ে ভবিষ্যতে ভালো করার প্রত্যয় নাহিদার কণ্ঠে, ‘আসলে আমরা ওদের কাছ থেকে অনেক কিছু শিখতে পেরেছি। এই সিরিজে আমাদের যেই ভুলগুলো হয়েছে আমরা চেষ্টা করবো সেগুলো শুধরে নেওয়ার। তাদের কাছে আমরা অনেক কিছুই শিখতে পেরেছি। আর এই শিক্ষাটা পরবর্তী সিরিজে কাজে লাগতে পারে।’

বাংলাদেশের পরের সিরিজ ভারতের বিপক্ষে। চলতি মাসের শেষ দিকে পাঁচ টি-টোয়েন্টির সিরিজ খেলতে বাংলাদেশে  আসবে ভারতীয় নারী ক্রিকেট দল। ২৮ এপ্রিল ভারতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি খেলবেন জ্যোতিরা। ৩০ এপ্রিল, ২, ৬ ও ৯ মে হবে সিরিজের বাকি ম্যাচগুলো।

এ সম্পর্কিত আরও খবর