আইপিএল ছেড়ে হঠাৎই দেশে মুস্তাফিজ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-04-03 11:41:49

চলতি বছরের জুনে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর। আসর শুরু হতে সময় দুই মাসেরও কম। এতে দলগুলো এই সময়ে সেরে নিচ্ছে ভিসা প্রক্রিয়ার কাজ। সেটি সারতেই মঙ্গলবার রাতে আইপিএল ছেড়ে দেশে ফিরেছেন মুস্তাফিজুর রহমান। 

জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যার এক ফ্লাইটে ভারত থেকে ঢাকায় এসে পৌঁছেছেন মুস্তাফিজ। আগামীকাল বুধবার বিশ্বকাপের যুক্তরাষ্ট্রের ভিসা প্রক্রিয়া সম্পন্ন করে সম্ভাব্য বাংলাদেশ স্কোয়াডে থাকা সবাইকে থাকতে হবে ভিসা প্রস্তুতির কাজে। সেই কাজ সেরে সব কিছু ঠিকঠাক থাকলে চেন্নাই সুপার কিংসের পরের ম্যাচের আগে ফ্রাঞ্চাইজিটিতে যোগ দেবেন মুস্তাফিজ। 

জাতীয় দলের হয়ে বল হাতে সবশেষ সময়টা খুব একটা ভালো না কাটলেও আইপিএলে ফিরেই যেন ফর্মেও ফেরেন এই বাঁহাতি পেসার। চেন্নাইয়ের এখন পর্যন্ত তিন ম্যাচের একাদশেই ছিলেন মুস্তাফিজ। সেখানে ৭ উইকেট শিকারে সর্বোচ্চ উইকেটশিকারির পার্পল ক্যাপ আছে তার দখলেই। 

আইপিএলের লিগপর্বে মুস্তাফিজের চেন্নাইয়ের পরের ম্যাচ আগামী ৫ মার্চ, সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে। যেই দলের হয়ে প্রথমবারের মতো ২০১৬ সালে আইপিএলে পাড়ি জমিয়েছিলেন মুস্তাফিজ, সেই হায়দরাবাদ, মুম্বাই, রাজস্থান, দিল্লি ঘুরে মুস্তাফিজের বর্তমান গন্তব্য চেন্নাইয়ে। এদিকে, আসরের শুরুর দুই ম্যাচেই জয়ের দেখা পেলেও সবশেষ দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে হারে চেন্নাই। এতে তিন ম্যাচে দুই জয়ের ৪ পয়েন্ট নিয়ে তালিকার তিনে আছে বর্তমান চ্যাম্পিয়নরা। 

এ সম্পর্কিত আরও খবর