প্রথম সেশনে কোনো উইকেট পেল না বাংলাদেশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-30 12:50:20

সাকিব আল হাসানের ফেরা এবং হাসান মাহমুদের অভিষেকের দিনে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনের প্রথম সেশনটা হলো না বাংলাদেশের। সিলেট টেস্টের ব্যাটিং দাপট চট্টগ্রামেও ধরে রেখেছে লঙ্কানরা। টসে জিতে ব্যাট করতে নেমে প্রথম সেশনের ২৭ ওভার ব্যাট করে কোনো উইকেট হারায়নি সফরকারীরা। সেখানে ধনঞ্জয়া ডি সিলভার দলের সংগ্রহ ৮৮ রান। 

সিলেট টেস্টের দুই ইনিংসেও ব্যাটিং দাপট দেখিয়েছেন মূলত লোয়ার-মিডল অর্ডারের দুই ব্যাটার ধনঞ্জয়া ও কামিন্দু মেন্ডিস। দুজনেই দুই ইনিংসে পান জোড়া সেঞ্চুরির দেখা। তবে চট্টগ্রামের লঙ্কান ওপেনাররাই দেখাচ্ছেন ব্যাটিং ছন্দ।  

ফিফটি তুলে ৫৫ রানে অপরাজিত আছেন নিশান মাদুশকা। এদিকে আরেক ওপেনার দিমুথ করুনারত্নে ব্যাট করেছেন ৩৩ রানে। 

শুরু থেকেই বুঝশুনে ব্যাটিং করতে থাকেলও প্রথম ইনিংসের ষষ্ঠ ওভারেই উইকেট হারাতে পারতো লঙ্কানরা। তবে ষষ্ঠ ওভারের চতুর্থ বলে ওপেনার নিশান মাদুশকার ব্যাটের কানায় লেগে উইকেটের পেছেন গেলে টা তালুবন্দি করতে ব্যর্থ হন দ্বিতীয় স্লিপে থাকা মাহমুদুল হাসান জয়। এতে লাল বলের ক্রিকেটে নিজের প্রথম উইকেট শিকারের অপেক্ষা বাড়ল পেসার হাসান মাহমুদের। প্রথম সেশনেই দলের মূল পাঁচ বোলারকেই আক্রমণে এনেছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে তার দল এখনো পায়নি উইকেট সূচনার দেখা। 

তবে সুযোগ এসেছিল আরও একবার। সেই হাসান মাহমুদের বলে। ২২তম ওভারে এবার ডিপ ফাইন লেগে আরেক ওপেনার করুনারত্নের ক্যাচটি ধরতে পারেননি সাকিব। ক্যাচ মিসের মহড়া ও উইকেট শূন্য ঝুলিতেই শেষ হয় শান্ত-মুমিনুলদের প্রথম সেশন । 

এ সম্পর্কিত আরও খবর