অবশেষে জয় দেখলো খুলনা

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, সিলেট থেকে | 2023-08-14 09:35:59

টার্গেট ১২৯ রান। ওভারপ্রতি সাড়ে ছ’য়েরও কম রানের প্রয়োজন। সেই সামান্য রান তাড়ায় নেমে রাজশাহী কিংসের শুরু থেকেই মনে হলো একটু ভোগবাদী রাজ-রাজড়াদের মতো খেলি! ছক্কা-চার হাঁকিয়ে ম্যাচ জিতি! ব্যাটিংয়ের সেই ভুল পরিকল্পনায় ম্যাচ হেরে ফিরলো রাজশাহী কিংস। আর পঞ্চম ম্যাচে এসে বিপিএলে নিজেদের প্রথম জয়ের মুখ দেখলো খুলনা টাইটানস।

সিলেটে টুর্নামেন্টের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচটা খুলনা জিতলো ২৫ রানে। উইকেটে বল পড়ে কিছু ধীরে আসে। বেশ কিছু বল ভাল গ্রিপ করছিলো। উইকেট থেকে এই সুবিধাটা চমৎকার ভাবে কাজে লাগান রাজশাহীর পেসার মুস্তাফিজুর রহমান এবং দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ ও আরাফাত সানি। তিনজনে সম্মিলিতভাবে তাদের ১২ ওভারে খরচ করেন ৬৭ রান। উইকেট শিকার করলেন ৫টি। তাদের ১২ ওভারের মধ্যে ৩৫ বলই আবার ডট! এই ত্রয়ীর বোলিংই দক্ষতার সঙ্গে সামাল দিতে পারেনি খুলনা। কোন ব্যাটসম্যানই ইনিংস বড় করতে পারেননি। শেষের দিকে আরিফুল হকের ২৭ বলের ২৬ রানের কল্যানে খুলনার ইনিংস তিন অংকের চেহারা পায়।

স্লো উইকেটে অর্জনযোগ্য রান তাড়ায় নামা রাজশাহীর ব্যাটিং পাওয়ার প্লে’র সময় থেকে যে ভুল করে, সেই ভুল থেকে আর বেরুতে পারেনি তারা। শুরুর ৫.৪ ওভারে ৩২ রানে ৪ উইকেট হারানোর পর রাজশাহীর ইনিংসকে কেউ দিশা দেখাতে পারেননি। মেহেদি হাসান মিরাজ আক্রমনাত্মক ভঙ্গিতে শুরু করেছিলেন। কিন্তু ১৬ বলে তার ২৩ রানের ইনিংস রাজশাহীর সমস্যা সারাতে পারেনি। রাজশাহীর ইনিংস ধসিয়ে দেয়ার কাজ শুরু করেছিলেন জুনায়েদ খান। মাহমুদউল্লাহ ও তাইজুল ইসলামের স্পিনের কোন জবাবই খুঁজে পায়নি রাজশাহী। থেমে আসা উইকেটকে কিভাবে কাজে লাগাতে হয়-মাহমুদউল্লাহ ও তাইজুলের স্পিন তারই প্রামান্য চিত্র হয়ে রইলো এই ম্যাচ। তাইজুল ৪ ওভারে মাত্র ১০ রানে শিকার করলেন ৩ উইকেট। ডটবল ১৫টি। খুলনা অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের বোলিং বিশ্লেষন ৪-১-১২-২! ডটবল সংখ্যা ১২!

ব্যাট হাতে তেমনকিছু করতে না পারলেও কার্লোস ব্রাথওয়েট আউটফিল্ডে দারুণ চারটা ক্যাচ ধরে খুলনার ২৫ রানের জয়ে ভাল একটা ভুমিকা রাখলেন।

সংক্ষিপ্ত স্কোর: খুলনা টাইটানস: ১২৮/৯ (২০ ওভারে, জুহুরুল ১৩, জুনায়েদ ১৪, মালান ১৫, আরিফুল ২৬, ভিসা ১৩, উদানা ২/৩৬, মিরাজ ২/২১, সানি ২/২৫, মুস্তাফিজ ১/২১)। রাজশাহী কিংস: ১০৩/১০ (১৯.৫ ওভারে, মিরাজ ২৩, জঙ্কার ১৫, রাব্বী ১৩, জুনায়েদ ৩/২৬, ভিসা ১/২৮, তাইজুল ৩/১০, মাহমুদউল্লাহ ২/১২)। ফল: খুলনা টাইটানস ২৫ রানে জয়ী। ম্যাচ সেরা: তাইজুল ইসলাম।

এ সম্পর্কিত আরও খবর