তৃতীয় ওয়ানডেতেও ১০০ এর নিচে অলআউট বাংলাদেশ 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-27 12:27:33

আরও একবার ব্যাটিং ভরাডুবি বাংলাদেশের মেয়েদের। আরও একবার একশ’য়ের আগেই অলআউট। আরও একবার অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দলের সামনে সহজ লক্ষ্য। ঘরের মাটিতে সিরিজের আগের দুই ম্যাচে সিরিজ ইতিমধ্যেই হাতছাড়া হয়েছে স্বাগতিকদের। এতে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচটি ছিল মান বাঁচানোর। সেখানে ব্যাটিংয়ে হতাশজনক পারফর্ম জ্যোতি-ফারজানাদের। এতে ২৬ ওভার ২ বলে স্রেফ ৮৯ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

৯৫, ৯৭, ৮৯। তিন ওয়ানডেতে বাংলাদেশের দলীয় সংগ্রহ। অজি সিরিজের আগে ব্যাটে-বলে বেশ ছন্দেই ছিল নিগার সুলতানা জ্যোতির দল। তবে এ যেন কাটছে দুঃস্বপ্নের, কখনোই না চাওয়া কিছু। 

দলের হয়ে দিন সর্বোচ্চ ১৬ রান আসে অধিনায়ক জ্যোতির ব্যাট থেকে। অর্থাৎ, ২০ রানের গণ্ডি পেরোতে পারেননি কোনো ব্যাটার। ৬৩ রানেই যখন ৯ উইকেট পড়ে যায় তখন আরও আগেই গুটিয়ে যাওয়ার সম্ভাবনা দেখা দিয়েছিল। তবে শেষ উইকেটে ২৬ রানে জুটিতে তা পৌঁছায় ৮৯ রানে। 

এদিকে অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন কিম গার্থ ও অ্যাশলে গার্ডনার। 

 

এ সম্পর্কিত আরও খবর