প্রথমার্ধে পিছিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধের শুরুতেই দুই গোল আর্জেন্টিনার

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-27 11:34:46

২০২২ বিশ্বকাপের পরের মাঠের খেলায় নিজেদের আধিপত্য ধরে রেখেছে আর্জেন্টিনা। আগের ম্যাচে চোটাক্রান্ত মেসিকে ছাড়াই এল সালভাদরের বিপক্ষে ৩-০ গোলে জেতে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। তবে পরের আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে ম্যাচের ৩৪তম মিনিটেই গোল হজম করে বসে লিওনেল স্কালোনির দল।

সেই লিড অবশ্য বেশিক্ষণ ধরে রাখতে পারলো না কোস্টা রিকা। দ্বিতীয়ার্ধের একদম শুরুতেই তিন মিনিটের ব্যবধানে দুই গোল হজম করে এবার ম্যাচে পিছিয়ে পড়েছে তারা।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে চলতি মাসের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচ মেসিকে ছাড়াই মাঠে নামে আর্জেন্টিনা। সেখানে শুরুতেই ম্যানফ্রেড উগালদের গোলে এগিয়ে যায় কোস্টা রিকা। এবং প্রথমার্ধ ১-০ গোলে পিছিয়ে থেকেই শেষ করে লিওনেল স্কালোনির দল। 

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই যেন কোস্টা রিকার স্বস্তির ঘুম কেড়ে নিল আর্জেন্টিনা। ৫২তম মিনিটে আনহেল ডি মারিয়া সমতা টানার মিনিট তিনেক পর আলেক্সিস মাক আলিস্টারের গোলে এবার ম্যাচে এগিয়ে যায় তারা।

এ সম্পর্কিত আরও খবর