টসে হেরে ব্যাটিংয়ে নেমে শুরুতেই বিপাকে জ্যোতিরা 

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-27 10:53:12

অস্ট্রেলিয়া সিরিজে বোলিংটা মন্দের ভালো হলেও ব্যাটিংটা পুরোদস্তুর ছন্নছাড়া বাংলাদেশের মেয়েদের। সিরিজের প্রথম ওয়ানডেতে রান তাড়ায় স্রেফ ৯৭ রানে অলআউট হয় স্বাগতিকরা। পরের ম্যাচ আগে ব্যাটিং নেমেও একশোর নিচেই শেষ জ্যোতিদের ইনিংস, ৯৭ রানে। এবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে বজায় আছে সেই ব্যাটিং ব্যর্থতার যাত্রা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে ২৪ রান তুলতেই নেই ৩ উইকেট। 

মিরপুর হোম অব ক্রিকেটে চলমান ম্যাচটির শেষ খবর পাওয়া পর্যন্ত ১০ ওভারে ৩ উইকেটে ৩২ রান তুলেছে বাংলাদেশ। 

ইনিংসে দ্বিতীয় ওভারে তখনও খুলেনি দলীয় সংগ্রহের খাতা। সেখানে পেরির বলে ফেরেন ওপেনার সুমাইয়া। পরের ওভারেই আরেক ওপেনার ফারজানা হককেও সাজঘরের রাস্তা মাপিয়ে দেন অজি বোলাররা।

মুরশিদা খাতুনকে নিয়ে এবার শুরুর সেই চাপ সামলে সময় নিয়ে এগোনোর আভাস দেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। তবে দলীয় ২৪ রানের মাথায় ম্যাচে নিজের দ্বিতীয় শিকারে মুরশিদার উইকেটও তোলেন অজিদের অন্যতম তারকা পেসার এলিস পেরি।

এ সম্পর্কিত আরও খবর