এশিয়া কাপে বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-03-26 19:19:25

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ মানেই এখন আলাদা এক উত্তেজনা। এই দ্বৈরথে রোমাঞ্চ এনে দিয়েছে দেশ দুটির ক্রিকেটারদের কিছু আচরণও। সবশেষ টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজের দিকে চোখ রাখলে তেমনটাই দেখা যায়। আবার লড়াইও বেশ জমছে। চলতি সফরে শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজে তাদের উড়িয়ে দেয় নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশ-শ্রীলঙ্কা এবার মুখোমুখি হবে নারী ক্রিকেটেও। মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আসন্ন নারী এশিয়া কাপের সূচি চূড়ান্ত করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল। বাংলাদেশের গ্রুপে শ্রীলঙ্কান মেয়েরা পড়েছে।

এক বিবৃতিতে মঙ্গলবার এসিসি নিশ্চিত করল- আগামী ১৯ জুলাই থেকে ২৮ জুলাই শ্রীলঙ্কায় বসবে এশিয়া কাপ। আটটি দল দু’গ্রুপে ভাগ হয়ে খেলবে। গ্রুপও চূড়ান্ত করে ফেলেছে এসিসি। ‘এ’ গ্রুপে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। গ্রুপের বাকি দুই দল নেপাল ও সংযুক্ত আরব আমিরাত।

গ্রুপ ‘বি’ আছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের সামনে শ্রীলঙ্কা। গ্রুপের বাকি দুই দল মালয়েশিয়া ও থাইল্যান্ড। গ্রুপপর্বে বাংলাদেশের প্রথম ম্যাচের প্রতিপক্ষ শ্রীলঙ্কান দল। ২০ জুলাই হবে ম্যাচটি। পরেরটি ২২ জুলাই, প্রতিপক্ষ থাইল্যান্ড। গ্রুপপর্বে বাংলাদেশের মেয়েদের শেষ ম্যাচ ২৪ জুলাই, প্রতিপক্ষ মালয়েশিয়া।

প্রতি গ্রুপ থেকেই সেমিফাইনালে উঠবে দুই দল। এরপর এক গ্রুপের চ্যাম্পিয়নদের বিপক্ষে সেমিফাইনাল অন্য গ্রুপের রানার্সআপ দলের। সেই ম্যাচে জয়ী দুই দল আগামী ২৮ জুলাই লড়বে ফাইনালে।

এ সম্পর্কিত আরও খবর