৬ সেকেন্ডের গোলে নতুন বিশ্ব রেকর্ড 

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-24 14:02:15

 

ম্যাচ শুরুর ঠিক কত দ্রুত সময়ে গোল করা সম্ভব? মিনিট এক-দুয়েক তো লাগার কথাই অন্তত! তবে সেসব সংখ্যাকে বুড়ো আঙুল দেখিয়ে ফুটবল বিশ্ব দেখল বিরল এক ঘটনা। ম্যাচ শুরুর বাঁশি বাঁজার ৬ সেকেন্ডেই গোল! এমনই ঘটনা ঘটেছে অস্ট্রিয়া ও স্লোভাকিয়ার মধ্যকার আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। 

সেখানে কিক-অফের পরই সতীর্থের থেকে অস্ট্রিয়ার মিডফিল্ডার ক্রিস্টফ বমগার্টনার। এরপর প্রতিপক্ষ স্লোভাকিয়ার তিন ফুটবলারের পাশ কাটিয়ে ডি-বক্সের সামনে থেকে ডান পায়ের নিচু এক শট জালের লক্ষ্যে পাঠান বমগার্টনার। সেখানে সব মিলিয়ে সময় লাগলো স্রেফ ৬ সেকেন্ড। আর এতেই গড়ল আন্তর্জাতিক ফুটবলে নতুন বিশ্ব রেকর্ড। 

আন্তর্জাতিক অঙ্গনে এর আগের দ্রুততম গোলের রেকর্ড ছিল লুকাস পোডলস্কির। ২০১৩ সালে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে একুয়েডরের বিপক্ষে ম্যাচের ৭ সেকেন্ডে গোল করেছিলেন এই জার্মান মিডফিল্ডার। এবার তাকে ছাড়িয়ে গেলেন আরেক ইউরোপিয়ান মিডফিল্ডার, অস্ট্রিয়ার বমগার্টনার। 

রেকর্ড গড়া এই ম্যাচে স্লোভাকিয়ার বিপক্ষে ২-০ গোলে জিতেছে অস্ট্রিয়া। 

এ সম্পর্কিত আরও খবর