মেসিকে ছাড়াই দাপুটে জয় তুলে নিল আর্জেন্টিনা

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-23 11:08:47

যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে গতরাতে মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের মুখোমুখি হয়েছিল বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। যেখানে চোটের কারণে দলে ছিলেন না আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। তবে এতেও তেমন কোন সমস্যা হয়নি আর্জেন্টিনার। মেসিকে ছাড়াই ৩-০ গোলের দাপুটে জয় তুলে নিয়েছে তারা।

একচেটিয়া দাপট দেখানোর এই দিনে দলের হয়ে গোল তিনটি করেছেন ক্রিস্টিয়ান রোমেরো, এনজো ফার্নান্দেজ ও জিওভানি লো সেলসো।

বল দখলের লড়াই কিংবা আক্রমণ করে গোলের সুযোগ তৈরি করা, সবকিছুতেই এল সালভাদরের থেকে ঢের এগিয়েই ছিল আর্জেন্টিনা। ৮০ শতাংশ বলের দখল ছিল তাদের কাছে। গোলের উদ্দেশ্যে মোট ২৪টি শট চালিয়ে ১৪ বার লক্ষ্য ঠিক রাখতে পেরেছে আলবিসেলেস্তেরা। যার বিপরীতে সালভাদর শটই নিতে পেরেছে মাত্র দুটি। অর্থাৎ ম্যাচের প্রায় পুরোটা সময় জুড়েই একপাক্ষিক দাপট দেখিয়ে গেছে আর্জেন্টিনা।

এদিন শুরু থেকেই আগ্রাসী মনোভাবে খেলতে থাকে বিশ্বচ্যাম্পিয়নরা। ১৬তম মিনিটে দলের হয়ে হেডের মাধ্যমে প্রথম গোল আদায় করেন রোমেরো। ৪২তম মিনিটে ব্যবধান বাড়ান এনজো। বিরতির পর আক্রমণের ধার আরও মজবুত করে লিওনেল স্কালোনির শিষ্যরা। ৫২তম মিনিটে দলের হয়ে শেষ গোলটির দেখা পান লো সেলসো। এতেই বড় জয় নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা।

লস অ্যাঞ্জেলেসে ২৭ মার্চ আর্জেন্টিনা দল তাদের পরবর্তী ম্যাচ খেলবে কোস্টারিকার বিপক্ষে। কোপা আমেরিকার আগে এ প্রীতি ম্যাচগুলোকে প্রস্তুতি হিসেবে দেখছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।

এ সম্পর্কিত আরও খবর