নাটকীয় জয়ে তিন পয়েন্ট রিয়ালের

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 07:21:27

মনে হচ্ছিল স্প্যানিশ লা লিগায় আবারো পথ হারাচ্ছে রিয়াল মাদ্রিদ। খেলা ১-১ সমতায় শেষ হতে যাচ্ছিল। হতাশ হয়ে যখন দর্শকরা গ্যালারি ছাড়তে যাবেন তখনই স্বস্তির পরশ। দানি সেবাইয়োসের গোলে রিয়াল বেটিসের বিপক্ষে নাটকীয় এক জয় তুলে নেয় রিয়াল।

রোববার রাতে ২-১ গোলে জিতেছে দেশটির সবচেয়ে সফল এই ক্লাবটি। লা লিগায় বছরের প্রথম জয়ের দেখা মিলল।

প্রতিপক্ষের মাঠে লুকা মডরিচের গোলে এগিয়ে যায় রিয়াল। যদিও এরপর সার্জিও কানালেসের গোলে সমতা ফেরায় বেটিস। আর শেষ দিকে দানির গোলে রক্ষা। অবশেষে দুই ম্যাচ পর জয়। একইসঙ্গে আবারো শিরোপা লড়াইয়েও ফিরল ইউরোপ চ্যাম্পিয়নরা।

২০১৯ সালটা কিছুতেই ভাল যাচ্ছিল না রিয়ালের। অবশ্য মৌসুমের শুরু থেকেই এবার ছন্দে নেই সান্টিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। শিরোপা লড়াই থেকেও এ কারণে অনেকটা পিছিয়ে তারা। এবার বেটিসের সামনেও কঠিন পরীক্ষা দিতে হলো। খেলার ১৩তম মিনিটেই অবশ্য এগিয়ে যায় ফেভারিটরা। মডরিচের গোলে আনন্দে ভাসে রিয়াল শিবির।

এরপর দুটো সুযোগ হাতছাড়া করেন ভিনিসিউস জুনিয়র। না হলে আরো এগিয়ে যেতে পারতো রিয়াল। এরপরই অবশ্য দ্বিতীয়ার্ধের স্বাগতিকরা গোলের জন্য মরিয়া হয়ে উঠে। ৬৭তম মিনিটে রিয়াল গোলকিপার কেইলর নাভাসকে বোকা বানিয়ে গোল করেন কানালেস (১-১)।

এরপর খেলা শেষের পথেই ছিল। নির্ধারিত সময় শেষের দুই মিনিট আগে সেবাইয়োসের গোলে প্রতিপক্ষের মাঠ থেকে তিন পয়েন্ট নিয়ে ফিরতে পারল রিয়াল মাদ্রিদ। এই জয়ে লা লিগায় ১৯ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে উঠল বার্নাব্যুর ক্লাবটি।

লা লিগায় শীর্ষে যথারীতি বার্সেলোনা। তাদের অর্জন ৪৩ পয়েন্ট। লেভান্তেকে ১-০ গোলে হারিয়ে আতলেতিকো মাদ্রিদ আছে দ্বিতীয় স্থানে। তাদের অর্জন ৩৮ পয়েন্ট।

এ সম্পর্কিত আরও খবর