তাই বলে মাত্র ১৪ রানে অলআউট!

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 14:39:51

বিস্ময়কর! না, তারচেয়েও বেশি কিছু। পুরো দল মিলে মাত্র ১৪ রান তুলল! দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান ৪। চমক যাওয়ার মতো এমন ঘটনাই ঘটল এবার  মেয়েদের আন্তর্জাতিক টি-টুয়েন্টি ম্যাচে। সংযুক্ত আরব আমিরাতের নারীদের বিপক্ষে মাত্র ১৪ রানে অলআউট চীন। যা কীনা মেয়েদের আন্তর্জাতিক ক্রিকেটে সর্বনিম্ন দলীয় সংগ্রহ।

রোববার থাইল্যান্ডের ব্যাংককে উইমেন্স টি-টুয়েন্টি স্ম্যাশে এই অভিজ্ঞতা হলো চীনের নারী ক্রিকেটারদের। অবশ্য দেশটিতে ক্রিকেটের চর্চা তেমন নেই বললেই চলে। তারপরও সংযুক্ত আরব আমিরাতের কাছে এমন বিপর্যয়!

শুরুতে ব্যাট করতে নেমে আমিরাত তুলে ২০ ওভারে ৩ উইকেটে ২০৩ রান। তার জবাবে ১০ ওভারে টিকে ছিল চীনের মেয়েরা। কিন্তু তুলতে পারে মাত্র ১৪। দলের ৭ জন কোন রানই পেলেন না! দলীয় সর্বোচ্চ ৪ রান করেন হান লিলি।

আমিরাত জয় পায় রেকর্ড ১৮৯ রানে। নারীদের আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সবচেয়ে বড় জয়ের আগের রেকর্ড ছিল নামিবিয়ার। তারা দক্ষিণাঞ্চলীয় আফ্রিকার দেশ লেসেথোর বিপক্ষে ১৭৯ রানের জয় তুলে নিয়েছিল।

ইতিহাস জানাচ্ছে শুধু নারী ক্রিকেটই নয়, সব মিলিয়ে এটি আন্তর্জাতিক ক্রিকেটে এটি সবচেয়ে কম রানের দলীয় স্কোর। ২০১৮ সালের আগষ্টে ব্রাজিলের বিপক্ষে মেক্সিকোর মেয়েরা ১৮ রান অলআউট হয়। যা এতোদিন ছিল মেয়েদের আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে সর্বনিম্ন স্কোর।

এ সম্পর্কিত আরও খবর