সিরিজ জেতার ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-15 11:05:16

চট্টগ্রামে লঙ্কানদের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটে-বলে দুইয়েই শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ। তবে দুবারই দারুণভাবে ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা এবং শেষ পর্যন্ত পায় ৬ উইকেটের বড় জয়। এতে ১-০তে এগিয়ে থাকা শান্ত-মিরাজদের সামনে সুযোগ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জেতার। আগের টি-টোয়েন্টি সিরিজটা হাতছাড়া হলেও এবার আর সেই ভুল করতে চাইবে না স্বাগতিকরা। 

চট্টগ্রামেই জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে নাজমুল হোসেন শান্তর দল। ম্যাচটি শুরু হবে দুপুর ২টা ৩০ মিনিটে। 

প্রথম ম্যাচে শুরুটা ছন্নছাড়া হলেও পেসারদের দলীয় পারফর্ম এবং মিডল অর্ডার ব্যাটারদের দৃঢ়তায় জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। তাই আরও একবার দলীয় পারফর্মে আশা করছেন দলের তারকা পেসার তাসকিন আহমেদ। ম্যাচের আগের দিন অনুশীলনে দ্বিতীয় ম্যাচে নিজেদের লক্ষ্যটা ঠিক রেখেই খেলতে চান এই ডানহাতি পেসার। সেখানে তিনি বলেন, ‘আল্লাহ আরও ভালো করাক এবং সামনের ম্যাচগুলোতেও যেন আমাদের সবার অবদান ভালো থাকে, এটাই চাওয়া থাকবে।’ 

টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই অপরিবর্তিত একাদশ নিয়ে খেলেছিল বাংলাদেশ। তবে প্রথম ওয়ানডের পর এবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতেই আসতে পারে পরিবর্তন। যার প্রথমটা আসতে পারে ওপেনিংয়ে। টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেই ব্যাট হাতে বিবর্ণ সৌম্য সরকার। এতে তার পরিবর্তে এদিন একাদশে দেখা মিলতে পারে দলে থাকা আরেক বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিমের। 

পরিবর্তনের দ্বিতীয়টা বোলিংয়ে। পেসাররা শুরুতে ছন্দহীন পরে ফিরে পেয়েছেন ছন্দ। এদিকে স্পিনারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ছিলেন সবচেয়ে ইকোনমিকাল। ১০ ওভারে দিয়েছেন স্রেফ ৩৩ রান। তবে আরেক স্পিনার তাইজুল ইসলাম ছিলেন বেশ খরুচে। ৮ ওভার বল করে দিয়েছেন ৫৪ রান, ছিলেন উইকেটশূন্য। এতে এই বাঁহাতি স্পিনারের পরিবর্তে একাদশে ফিরতে পারেন রিশাদ হোসেন। বোলিংয়ের পাশে তৃতীয় টি-টোয়েন্টিতে ব্যাটিংয়েও নিজের সক্ষমতার জানান দিয়েছিল তিনি। 

প্রথম ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।

এ সম্পর্কিত আরও খবর