ঝোড়ো জুটির পর মাহমুদউল্লাহর বিদায়

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-03-13 20:18:01

২৩ রানে ৩ উইকেট হারিয়ে বড় বিপর্যয় দেখছিল বাংলাদেশ। তবে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে মাহমুদউল্লাহ রিয়াদের অর্ধশত রানের জুটিতে কিছুটা স্বস্তি ফিরেছিল। যদিও অতি মারকুটে ব্যাটিং করতে গিয়ে মাহমুদউল্লাহ ৩৭ রানে ফিরলে আবার অনিশ্চয়তায় পড়েছে স্বাগতিকরা।

২৫৬ রানের টার্গেট দেখে কারোই ভড়কে যাওয়ার কথা নয়। বর্তমানে ওয়ানডের প্রেক্ষাপটে এই লক্ষ্যকে সহজ বললেও অত্যুক্তি হবে না। অথচ সে রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বাংলাদেশ।

বাংলাদেশ স্কোরবোর্ডে ১৪ রান উঠতেই দুই ওপেনার লিটন দাস (০) এবং সৌম্য সরকার (৩) ধরেন সাজঘরের পথ। দিলশান মাদুশাঙ্কার বলে আউট হন তারা দুজন।

চারে নামা তাওহিদ হৃদয়ও ক্রিজে টিকতে পারেননি। বোল্ড হয়ে ফেরেন প্রমোদ মাদুশানের বলে।

সেখান থেকে বাংলাদেশের ব্যাটিংয়ের হাল ধরেন মাহমুদউল্লাহ-শান্ত। চতুর্থ উইকেটে তাদের জুটিতে এসেছে ৬২ বলে ৬৯ রান। তবে তড়িঘড়ি ব্যাট চালাতে গিয়ে শেষ পর্যন্ত উইকেট ছুঁড়ে দিয়ে এসেছেন মাহমুদউল্লাহ। লাহিরু কুমারার বলে স্কয়ার লেগ বাউন্ডারিতে মাদুশাঙ্কার তালুবন্দি হয়ে ফিরতে হয়েছে তাকে। তাতে ৩৭ বলে সমান ৩৭ রানে থামতে হয়েছে এই অভিজ্ঞ ব্যাটারকে।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১৬ ওভারে ৪ উইকেটে ৯৪ রান করেছে বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও খবর