শুরুতেই ৩ উইকেট নেই বাংলাদেশের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-03-13 19:16:19

২৫৬ রানের টার্গেট দেখে কারোই ভড়কে যাওয়ার কথা নয়। বর্তমানে ওয়ানডের প্রেক্ষাপটে এই লক্ষ্যকে সহজ বললেও অত্যুক্তি হবে না। অথচ সে রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খেল বাংলাদেশ।

বাংলাদেশ স্কোরবোর্ডে ১৪ রান উঠতেই দুই ওপেনার লিটন দাস এবং সৌম্য সরকার ধরেছেন সাজঘরের পথ। দিলশান মাদুশাঙ্কার করা ইনিংসের প্রথম বলেই স্টাম্প উড়ে যায় লিটনের (০)।

নিজের পরের ওভার সৌম্যকেও সাজঘরের পথ চেনান মাদুশাঙ্কা। তার খাটো লেন্থের বল কীভাবে খেলবেন বুঝতে উঠতে পারছিলেন না সৌম্য। ভাবনার দোলাচলের মধ্যেই ক্যাচ তুলে দেন, স্কয়ার লেগে থাকা মহীশ তিকশানার সে ক্যাচ তালুতে জমাতে কোনো ভুল হয়নি। তাতে ৩ রানেই শেষ হয় সৌম্যর ইনিংস।

দুই ওপেনারকে হারিয়ে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং তাওহিদ হৃদয়ের ব্যাটে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল বাংলাদেশ। তবে প্রমোদ মাদুশানের বল হৃদয় (৩) সামনে এগিয়ে খেলতে গিয়ে স্টাম্প বাঁচাতে না পারায় বিপদ ঘনীভূত হয় স্বাগতিকদের।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৩ রান তুলেছে বাংলাদেশ।

এ সম্পর্কিত আরও খবর