বাংলাদেশকে ২৫৬ রানের চ্যালেঞ্জ শ্রীলঙ্কার

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-03-13 18:55:22

একসময় ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ দাপট দেখালেও সাম্প্রতিক সময়ে তা কিছুটা খর্ব হয়েছে। ঘরের মাঠে শেষ চার সিরিজের তিনটিতে হার তার সাক্ষ্য দিচ্ছে। শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটিকে তাই ঘুরে দাঁড়ানোর মিশন হিসেবেই দেখছে বাংলাদেশ। সে লক্ষ্যে প্রথম ম্যাচে লঙ্কানদের ২৫৫ রানে আটকে দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। লঙ্কানদের ১০ উইকেটের ৯টিই তুলে নিয়েছেন বাংলাদেশের তিন পেসার তানজিম সাকিব, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম।

দাপটের সঙ্গেই ম্যাচটা শুরু করেছিল শ্রীলঙ্কা। টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই তাসকিন-শরিফুলদের উপর চড়াও হন দুই লঙ্কান ওপেনার আভিশকা ফার্নান্দো এবং পাতুম নিসাঙ্কা। তারা দুজন মিলে পাওয়ার প্লে’র সুযোগ নিয়ে ১০টি চার এবং দুই ছক্কায় শ্রীলঙ্কার স্কোর নিয়ে যান ৭১-এ। 

এরপরই শুরু তানজিম হাসান সাকিব ঝড়। তার কড়া পরপর তিন ওভারে তিন উইকেট তুলে নিয়ে বাংলাদেশকে ভালোভাবেই ম্যাচে ফেরান এই পেসার। পাওয়ার প্লে’র শেষ ওভারে আভিশকা ফার্নান্দোকে উইকেটের পেছনে ক্যাচ বানিয়ে সাজঘরের পথ চেনান সাকিব। ৩৩ রানে থামতে হয় এই লঙ্কান ওপেনারকে।

১২তম ওভারে অন্য ওপেনার নিসাঙ্কাকেও নিজের শিকার বানান সাকিব। তার বল নিসাঙ্কার ব্যাট ছুঁয়ে ঠাঁই পায় ওয়াইড স্লিপে থাকা সৌম্য সরকারের হাতে। ৩৬ রানে নিসাঙ্কাকেও মলিন মুখে হাটতে হয় সাজঘরের দিকে।

তবে সাকিবের বোলিং তাণ্ডব সেখানেই শেষ নয়। নিজের পরের ওভার করতে এসে সাদিরা সামারাবিক্রমাকে ধরাশায়ী করেন সাকিব। এই উইকেটের জন্য অবশ্য উইকেটরক্ষক মুশফিকুর রহিমও সমান কৃতিত্ব পাবেন। সামারাবিক্রমার ব্যাট ছুঁয়ে বেরিয়ে যেতে থাকা বলটিকে ডান দিকে ঝাঁপিয়ে বল তালুতে জমান মুশফিক। ৭১ রানে প্রথম উইকেট হারানো শ্রীলঙ্কা মুহূর্তেই পরিণত হয় ৮৪/৩।

চতুর্থ উইকেটে আবার শ্রীলঙ্কার ইনিংস গড়ার কাজ শুরু করতে হয় দুই নতুন ব্যাটার কুশল মেন্ডিস এবং চরিত আসালাঙ্কাকে। বাংলাদেশি বলারদের দেখেশুনে খেলে ৪৪ রানের জুটি গড়ে লঙ্কানদের কিছুটা স্বস্তি এনে দেয়ার চেষ্টা করেন তারা। তবে মেহেদী হাসান মিরাজের বলের লাইন বুঝতে পেরে আসালাঙ্কা (১৮) বোল্ড হলে ভাঙে সে জুটি।

আসালাঙ্কা ফিরলেও ধীরেসুস্থে নিজের ইনিংস গড়ার চেষ্টা করেন কুশল। ৬৭ বলে তুলে নেন ফিফটি। পঞ্চম উইকেটে জানিথ লিয়ানাগের সঙ্গে তার জুটিতে মিডল ওভারে রানের চাকা সচল থাকে শ্রীলঙ্কার। তবে কুশল মেন্ডিসকে তাসকিন আহমেদ অধিনায়ক শান্তর ক্যাচ বানালে ভাঙে ৬৯ রানের সে জুটি। ৫৯ রান করে ফিরতে হয় লঙ্কান অধিনায়ক কুশলকে।

কুশল ফেরার পর দলের ব্যাটিংয়ের হাল ধরেন লিয়ানাগে। সমান ৫০ বলে স্পর্শ করেন ফিফটি। তবে অন্যপ্রান্তে চলতে থাকে আসা-যাওয়া। তাসকিন-শরিফুলদের বোলিং তোপে শেষ ১০ ওভারে ৩৫ রানের বেশি যোগ করতে পারেনি লঙ্কানরা। দলটির পক্ষে সর্বোচ্চ ৬৭ রানের ইনিংস খেলেন জানিথ লিয়ানাগে।

বাংলাদেশের তিন পেসার তানজিম সাকিব, তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম সমান তিনটি করে উইকেট তুলে নেন।

এ সম্পর্কিত আরও খবর