ওয়ালটনের স্পোর্টস অ্যাম্বাসেডর মেহেদি মিরাজ

বিবিধ, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-31 18:09:45

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে ‘স্পোর্টস অ্যাম্বাসেডর’ করেছে ওয়ালটন। দুই বছরের জন্য তরুণ এ ক্রিকেটারের সঙ্গে চুক্তি করেছে প্রযুক্তিপণ্য উৎপাদনকারী দেশের শীর্ষ এই প্রতিষ্ঠান।

দ্বিতীয়বারের মতো ওয়ালটনের সঙ্গে এমন কোন চুক্তিতে সঙ্গী হলেন প্রতিভাবান এই ক্রিকেটার। ২০১৫ সালে দুই বছরের জন্য ওয়ালটনের ‘ইয়ুথ অ্যাম্বাসেডর’ হয়েছিলেন মিরাজ। এবার আরেকটু বড় পদবী ‘স্পোর্টস অ্যাম্বাসেডর’ হিসেবে মিরাজকে চুক্তিবদ্ধ করলো ওয়ালটন।

শনিবার (১২ জানুয়ারি, ২০১৯) রাজধানীর বসুন্ধরায় ওয়ালটন করপোরেট অফিসে এক অনুষ্ঠানে উভয় পক্ষের মধ্যে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে সই করেন ওয়ালটনের পরিচালক এসএম মাহবুবুল আলম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান, ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম, অপারেটিভ ডিরেক্টর ফিরোজ আলম, ব্র্যান্ড ডেভেলপমেন্ট বিভাগের প্রধান চিত্রনায়ক আমিন খান, ফার্স্ট সিনিয়র ডেপুটি ডিরেক্টর মিলটন আহমেদ, পাওয়ার প্লে কমিউনিকেশনের ব্যবস্থাপনা পরিচালক নিয়ামুর রহমান পলাশ প্রমুখ।

অনুষ্ঠানে ওয়ালটনের পরিচালক এসএম মাহবুবুল আলম বলেন, বিশ্বজুড়ে বাংলাদেশের ব্র্যান্ডিং করছে ক্রিকেট। যার নেতৃত্ব দিচ্ছে মিরাজের মতো উদীয়মান তারকারা। মিরাজ অত্যন্ত প্রতিভাবান ক্রিকেটার; দেশের অন্যতম শীর্ষ ক্রিকেট তারকা।

অন্যদিকে, উচ্চমানের প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাতকরণে ওয়ালটন দেশের শীর্ষ ব্র্যান্ড। এবার বিশ্বজয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে ওয়ালটন। মিরাজ যেমন ক্রিকেট তারকা, ওয়ালটন তেমনি প্রযুক্তিপণ্যের জগতে তারকা। এই দুই তারকা আজ এক হলো।

ওয়ালটনের ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, মেহেদি হাসান মিরাজকে পেয়ে আমরা গর্বিত। ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হতে পেরে মিরাজও আনন্দিত।

এ সম্পর্কিত আরও খবর