অ্যালিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে রংপুরের প্রশ্ন

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-26 18:45:01

ঢাকার বিপক্ষে ম্যাচে শেষ ওভারে ২ রানে হেরেছে রংপুর রাইডার্স। ম্যাচের সেরা পারফর্মার ঢাকার অফস্পিনার অ্যালিস আল ইসলাম। হ্যাটট্রিকসহ ২৬ রানে ৪ উইকেট পেয়েছেন বিপিএলে নিজের অভিষেকে। তবে ম্যাচ শেষে ঢাকার এই স্পিনারের বিরুদ্ধে বড় অভিযোগ এনেছে রংপুর। অ্যালিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ জানিয়েছে রংপুর রাইডার্স। এক প্রেসবিজ্ঞপ্তিতে রংপুর রাইডার্সের মিডিয়া ম্যানেজার শাহনিয়ান তানিম জানান-‘ঢাকার প্রথম বিভাগ ক্রিকেটে খেলা অ্যালিস আল ইসলামের বিপক্ষে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ আগেই ছিলো। আমাদের জানানো হয়েছিলো তার বোলিং অ্যাকশন রিভিউ করা হয়েছে। তবে এই ম্যাচে তার বোলিং দেখে মনে হয়েছে এখন পর্যন্ত তার বোলিং অ্যাকশন পুরোপুরি শুদ্ধ হয়নি। ক্রুটিপূর্ণ রয়েই গেছে। বোলিংয়ের সময় বিশেষ করে ‘দুসরা’ ডেলিভারির সময় তার কুনই ১৫ ডিগ্রীর বৈধতাকে ছাড়িয়ে যায়।’

অ্যালিস আল ইসলামের বিপক্ষে আনা এই অভিযোগের প্রেক্ষিতে বিসিবির বোলিং অ্যাকশন রিভিউ কমিটির প্রধান জালাল ইউনুস জানিয়েছেন-‘অ্যালিস আল ইসলামের বিরুদ্ধে সন্দেহজনক বোলিংয়ের অভিযোগ ছিলো। একজন বোলিং কোচের তত্তবধায়নে তার বোলিং অ্যাকশন শুদ্ধ করার প্রক্রিয়াও চলছিলো। সেই বোলিং কোচের কাছ থেকে বৈধতার ছাড়পত্র পাওয়ার পর অ্যালিস আল ইসলাম বিপিএলে খেলতে পারছে।’

রংপুর ও ঢাকার ম্যাচ পরিচালনার সঙ্গে জড়িত থাকা আম্পায়াররা অবশ্য অ্যালিস আল ইসলামের বোলিং অ্যাকশন নিয়ে কোন প্রশ্ন তোলেননি।

এ সম্পর্কিত আরও খবর