আরও একবার মেসিকে ছাড়িয়ে শীর্ষে রোনালদো

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-02-18 16:30:19

ফুটবল জগতে সবশেষ এক যুগে সবচেয়ে প্রতিযোগিতাপূর্ণ দ্বৈরথ? এই উত্তর প্রত্যেকটা ফুটবলপ্রেমীরই জানা। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লিওনেল মেসি। তবে তাদের দ্বৈরথ মূলত দেখা মিলত ইউরোপিয়ান ফুটবলে। এই দুজনই এখন ইউরোপের বাইরে। রোনালদো সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরে, এদিকে মেসি আমেরিকান ক্লাব ফুটবল মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে। 

ফুটবলের দুই মহাতারকা দুই মহাদেশের খেললেও দ্বৈরথটা ঠিক এখনো ফুরিয়ে যায়নি। আরও একবার মেসির ধরে রাখা কীর্তি ছাড়িয়ে গেলেন রোনালদো। ক্লাব এবং আন্তর্জাতিক ক্যারিয়ার মিলিয়ে পেনাল্টি বাদে সবচেয়ে বেশি গোল এখন এই পর্তুগিজ তারকার। শীর্ষে উঠেছেন মেসিকে ছাড়িয়েই। 

এতদিন পেনাল্টি ছাড়া এই দুই তারকা ফুটবলের গোল ছিল সমান ৭১৩টি। তবে গতকাল সৌদি প্রো লিগে আল ফাতেহর বিপক্ষে আল নাসরের ২-১ ব্যবধানের জয়ের ম্যাচে দলের হয়ে  ১৭তম মিনিটে প্রথম গোলটি করেন রোনালদো। আর এতেই উঠে যান শীর্ষে। 

১৬১টি পেনাল্টি সহ ক্যারিয়ারে মোট ৮৭৫টি গোল করেছেন রোনালদো। মেসির মোট গোলসংখ্যা ৮২১। 

এদিকে ক্লাব ক্যারিয়ারে মোট গোলের সংখ্যাতেও এগিয়ে রোনালদো। পাঁচটি ক্লাব মিলিয়ে দুই দশকেরও বেশি সময় মাঠ মাতিয়ে ৭৪৭টি গোল করেছেন আল-নাসরের এই ফরোয়ার্ড। যেখানে মেসির মোট গোলের সংখ্যা ৭১৫টি।

এ সম্পর্কিত আরও খবর