নেতৃত্ব উপভোগ করছেন মিরাজ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 09:22:49

অধিনায়কত্ব তার জন্য নতুন কিছু নয়। ২০১৬ সালে আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষতার সঙ্গে দল পরিচালনা করে বাংলাদেশকে নিয়ে গিয়েছিলেন সেমিফাইনালে। বয়সভিত্তিক ক্রিকেটের সেই সফল ক্রিকেটার মেহেদী হাসান মিরাজ এবার নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দল রাজশাহী কিংসকে। লড়াইয়ে প্রথম ম্যাচটা হারলেও বুধবার ঠিকই জয়ে ফিরেছে তার দল। খুলনা টাইটানসের বিপক্ষে ৭ উইকেটের জয়ের নেতৃত্বটা দিয়েছেন খোদ মিরাজ।

ব্যাট হাতে করেছেন ৪৫ বলে ৫১ রান। সেই অলরাউন্ডার মিরপুরের শেরেবাংলায় জয়ের তৃপ্তি নিয়ে জানালেন, নেতৃত্ব উপভোগ করছেন তিনি। বলেন, ‘দলের সবাই হেল্প করছে। ম্যানেজমেন্টের সবাই সহযোগিতা করছে। দেশি ও বাইরের সব ক্রিকেটারই পাশে আছে। খুব ভালো লাগছে। উপভোগ করেছি আমি।’

প্রথম ম্যাচে হারের পর ফেরায় দারুণ খুশি মিরাজ। বলছিলেন, ‘খুব ভালো লাগছে। কারণ আমরা একটা ম্যাচ জিতেছি, প্রথম ম্যাচ হারার পর আমরা কামব্যাক করেছি। আমাদের একটা জয় দরকার ছিল দল চাঙ্গা করার জন্য।’

নিজে ব্যাটিং অর্ডারে ওপরে এসে তিনি নামলেন। তাতেও সফল। বুধবার রাতে বলছিলেন, ‘তিনে নামার প্ল্যান ছিল ম্যানেজমেন্ট থেকে। ম্যানেজমেন্ট থেকে বলেছিল, প্রথম তিন ওভারের মধ্যে উইকেট পড়ে তাহলে আমি যাব, তা না হলে সৌম্য সরকার ভাই যাবে। প্ল্যানটা সফল হয়েছে। খুব ভালো লাগছে। আমাদের ব্যাটিং লাইনআপ বড় করার জন্য আমার ওপরে আসা। নাহলে সাত-আট নাম্বারে নামতে হতো। আমাদের বেশি রানও দরকার ছিল না। ছয়ের আশেপাশে রান রেট ছিল। ওইসময় মারার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ সিঙ্গেল নিয়ে খেলা। এর জন্যই সবাই এমন চিন্তা করেছি।’

দলের স্থানীয় ক্রিকেটাররা ভাল খেলছেন। ব্যাপারটায় বাড়তি তৃপ্তি আছে মেহেদী হাসান মিরাজের। বলেন, ‘মমিনুল ভাই ভালো খেলেছে। মুস্তাফিজ ভালো করেছে, শ্রীলঙ্কার উদানাও ভালো করেছে। যার যার দায়িত্ব সবাই পালন করেছে। সবাই দায়িত্ব পালন করাতে আমাদের জন্য সহজ হয়ে গেছে।’

এই ধারাবাহিকতটাই ধরে রেখে এখন এগিয়ে যেতে চান মিরাজ। তবে ভাল করেই জানেন সামনে কঠিন লড়াই অপেক্ষা করছে!

এ সম্পর্কিত আরও খবর