১৩ বছরের কিশোরের কাছে হার মানল টেটরিস গেম!

বিবিধ, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-01-04 20:01:44

শৈশবে বাটন ফোনে টেটরিস নামের একটা গেম খেলার অভিজ্ঞতা কমবেশি সবার আছে। গেমটিতে একের পর এক লেভেল পার করলেও এর শেষ পর্যন্ত কয়জন যেতে পেরেছেন বলুন তো! যুক্তরাষ্ট্রের ১৩ বছরের কিশোর উইলিস গিবসন সেটাই করে দেখিয়েছেন।

গত ২ জানুয়ারি ইউটিউব স্ট্রিমে ক্লাসিক নিনটেন্ডো গেম টেটরিসের শেষ দেখে ছেড়েছেন গিবসন। গড়েছেন সর্বোচ্চ স্কোর, সর্বোচ্চ লেভেল এবং সবচেয়ে বেশি লাইন গড়ার রেকর্ড। গিবসনের এমন কীর্তিতে ক্লাসিক টেটরিস ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের প্রধান নির্বাহী ভিন্স ক্লেমেন্তে অবাক, ‘এটা অবিশ্বাস্য।’

‘ডেভেলপাররা ভাবেননি এই গেমে এতদূর কেউ যেতে পারবে। এখন আনুষ্ঠানিকভাবে এই গেম একজন মানুষের কাছে হেরেছে’ - যোগ করেন ক্লেমেন্তে।

ক্লেমেন্তে জানান, এর আগে শুধু কৃত্রিম বুদ্ধিমত্তার কম্পিউটার প্রোগ্রাম টেটরিসের শেষ পর্যন্ত যেতে সক্ষম হয়েছিল।

স্নায়ুযুদ্ধের সময় মস্কো একাডেমী অব সায়েন্সের অ্যালেক্সেই পাজিতনভ গেমটি তৈরি করেন। আর গেমিং উদ্যোক্তা হেঙ্ক রজার্স ১৯৮৪ সালে গেমটিকে সাধারণের জন্য উন্মুক্ত করে দেন। টেটরিস কোম্পানির দেয়া তথ্য অনুসারে, টেটরিস বিশ্বের সর্বকালের সবচেয়ে বেশি বিক্রিত ভিডিও গেম। এখন পর্যন্ত গেমটির ৫২০ মিলিয়ন কপি বিক্রি হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর