রান উৎসবের ম্যাচে নিউজিল্যান্ডের জয়

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-16 03:08:23

৩৭১ রানের জবাবে ৩২৬। স্কোরকার্ডে এই রান বন্যা দেখেই বোঝা যাচ্ছে ব্যাটসম্যানদের দাপটের ম্যাচ এটা। আসলেও তাই! রান উৎসবের এই ম্যাচে ৪৫ রানে জয় পেয়েছে নিউজিল্যান্ড। সেই সঙ্গে তিন ম্যাচ সিরিজে স্বাগতিকরা এগিয়ে গেল ১-০ ব্যবধানে।

টসে জিতে মাউন্ট মঙ্গানুইয়ের ব্যাটিং সহায়ক উইকেটে নিউজিল্যান্ড রান আনন্দে মেতে উঠে। তুলে নেয় ৭ উইকেটে ৩৭১ রানের বিশাল সঞ্চয়। এই রান উৎসবে ব্যাট হাতে সবচেয়ে বেশি আলো ছড়ান ওপেনার মার্টিন গাপটিল ও অলরাউন্ডার জিমি নিশাম। গাপটিল সেঞ্চুরি করেন। আর লেটঅর্ডারে নিশাম ব্যাট হাতে যেন সুনামি বইয়ে দিলেন! মাত্র ১৩ বলে ৬ ছক্কায় করলেন অপরাজিত ৪৭ রান! ইনজুরি এবং ফর্মের কারনে লম্বা সময় ধরে নিউজিল্যান্ড দলের বাইরে ছিলেন জিমি। গেলবছর জুনের পর এটাই ছিল তার প্রথম আর্ন্তজাতিক ওয়ানডে। আর ফিরে আসার সেই ম্যাচেই জিমি নিশাম জানিয়ে দিলেন বিশ্বকাপের দলে তাকে রাখতে হবে! ব্যাট হাতে ঝড়ো ৪৭ রানের পর বোলিংয়েও ৩ উইকেট নিয়ে দলের সেরা পারফর্মার। তবে ৫ ছক্কা ও ১১ বাউন্ডারিতে ১৩৯ বলে ১৩৮ রান করে মার্টিন গাপটিল ম্যাচ সেরার মর্যাদা পান।

জবাব দিতে নেমে শুরু থেকেই শ্রীলঙ্কাও ব্যাটিংয়ে ঝড় বইয়ে দেয়। নিরোসান ডিকাভেলা ও গুনাথিলাকার ওপেনিং জুটিতেই শ্রীলঙ্কা তুলে নেয় ১৮ ওভারে ১১৯ রান! ডিকাভেলা করেন ৫০ বলে ৭৬ রান। ওয়ানডাউনে কুশাল পেরেইরার ব্যাটিংও শ্রীলঙ্কাকে লম্বা সময় জুড়ে ম্যাচে রাখে। ৮৬ বলে ১০২ রান করেন এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে টপঅর্ডারের এই ব্যাটসম্যানের সঙ্গে পরের দিকের আর কেউ যে দাড়াতেও পারলেন না। বলের সঙ্গে রানের ব্যবধান ক্রমশ এত গেলো যে সেটা কমিয়ে আনা আর সম্ভবপর হলো না। শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে গেল ৪৯ ওভারে ৩২৬ রানে। ম্যাচ জিতলো নিউজিল্যান্ড ৪৫ রানে।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে একই ভেন্যুতে ৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

সংক্ষিপ্ত স্কোর: নিউজিল্যান্ড ৩৭১/৭ (৫০ ওভারে, গাপটিল ১৩৮, উইলিয়ামসন ৭৬, টেইলর ৫৪, জিমি নিশাম ৪৭*, মালিঙ্গা ২/৭৮, প্রদ্বীপ ২/৭২, তিসারা ২/৮০)। শ্রীলঙ্কা ৩২৬/১০ (৪৯ ওভারে, ডিকাভেলা ৭৬, গুনাথিলাকা ৪৩, কুশাল পেরেইরা ১০২, জিমি নিশাম ৩/৩৮)। ফল: নিউজিল্যান্ড ৪৫ রানে জয়ী। ম্যাচসেরা: মার্টিন গাপটিল। দ্বিতীয় ওয়ানডে: ৫ জানুয়ারি।

এ সম্পর্কিত আরও খবর