কিউইদের মাটিতে বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি জয় 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-12-27 15:48:32

দিন তিনেক আগেই কিউইদের মাটিতে ১৭ বছরের খরা কাটিয়েছে বাংলাদেশ। ১৮ ম্যাচ হারের পর কিউইদের মাটিতে প্রথম ওয়ানডে ম্যাচ জেতে নাজমুল হোসেন শান্তর দল। এবার পালা টি-টোয়েন্টির। কাটল সেই খরাও।

এক যুগ ও ৯ ম্যাচ হারের পর নিউজিল্যান্ডে প্রথমবারের মতো স্বল্প ওভারের ম্যাচ জিতল লিটন-সৌম্যরা। বোলারদের দলীয় নৈপুণ্যে স্বাগতিকদের ১৩৪ রানে থামায় বাংলাদেশ। পরে লিটন দাসের ৪২ এবং সৌম্য সরকারের ২২ রানের ভরে ৫ উইকেট ও ৮ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় শান্তরা। এতে তিন ম্যাচ সিরিজে ১-০ তে এগিয়ে গেল বাংলাদেশ। 

নেপিয়ারে আগে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৩৪ রান তুলেছে স্বাগতিক দল। 

চ্যালেঞ্জিং এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ঝোড়ো আনলেও টিকতে পারলেন ওপেনার রনি তালুকদার (১০)। দলীয় ১৩ রানের মাথায় ফেরেন অ্যাডাম মিলনের বলে। শুরুর সেই চাপ সামলে আরেক ওপেনার লিটনকে নিয়ে এগোতে থাকেন অধিনায়ক শান্ত। তবে তিনিও ফিরলেন থিতু হওয়ার আগেই। দলীয় ৩৮ রানের মাথায় ফেরেন ব্যক্তিগত ১৯ রান করে। 

সিরিজে দারুণ ছন্দে থাকা সৌম্য শুরুটা করেছিলেন ভালো। তবে দলীয় ৬৭ রানের বোল্ড হন বেন সিয়ারসের বল। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারালেও অন্য প্রান্তে থিতু হন লিটন। মাহেদির ১৯ রানের ক্যামিও এবং লিটনের ৩৬ বলে অপরাজিত ৪২ রানের ইনিংসে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।  

এর আগে ফিল্ডিংয়ে নেমে কিউইদের শক্তিশালী ব্যাটিং লাইন-আপের সামনে শুরুতে স্পিন অ্যাটাকে সাহসী সিদ্ধান্ত নেন তিনি। তবে তাকে হতাশ করেননি শেখ মাহেদি। ইনিংসের চতুর্থ বলেই তুলে নেন উইকেট। বোল্ড হয়ে রানের খাতা না খুলেই ফেরেন উইকেটরক্ষক ব্যাটার টিম সেইফার্ট। 

পরের ওভারেই জোড়া আঘাত হানেন পেসার শরিফুল ইসলাম। দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে শরিফুলের করা অফ স্ট্যাম্পের বাইরের বলে কাট করেন আরেক ওপেনার ফিন অ্যালেন। সেটি তালুবন্দি করতে কোনো ধরণের ভুল করলেন না এক বছর পর একাদশে সুযোগ পাওয়া সৌম্য সরকার। পরের বলেই গ্লেন ফিলিপসকে (০) লেগ বিফোরের ফাঁদে ফেলেন শরিফুল। প্রথমে আম্পায়ার সাড়া না দিলেও ডিআরএসে আসে আউটের সিদ্ধান্ত। দলীয় কেবল ১ রানেই তিন কিউই ব্যাটার ফেরেন সাজঘরে।  

দলীয় ২০ রানের মাথায় টপ-অর্ডারের আরেক ব্যাটার ড্যারিল মিচেলকে ফেরান মাহেদি। শরিফুলের পর এই অফ-স্পিনিং অলরাউন্ডারও তুলে নিলেন জোড়া উইকেট। 

শুরুর বিধ্বস্ত অবস্থা সামলে জেমস নিশামকে নিয়ে এগোতে থাকেন চ্যাপম্যান। তবে তাকেও বেশিক্ষণ স্বস্তিতে থাকতে দিলেন না সফরকারীরা। ম্যাচে নিজের প্রথম ওভার বল করতে এসেই চ্যাপম্যানকে (১৯) ফেরান রিশাদ। 

তবে থিতু হন জেমস নিশাম। অধিনায়ক মিচেল স্যান্টনার ব্যক্তিগত ২৩ রানে ফিরলেও তাণ্ডব জারি রাখেন নিশাম। তবে ফিফটি পূরণের আগে তাকে ফেরান মুস্তাফিজুর রহমান। দলীয় ১১০ রানের মাথায় ২৯ বলে ৪৮ রান করে ফেরেন নিশাম। এরপর শেষ দিকে অ্যাডাম মিলনের ১৬ রানের ক্যামিওতে ১৩৪ রানের সংগ্রহ পায় কিউইরা। 

৪ ওভারে ২৬ রান খরচে সর্বোচ্চ তিন উইকেট নেন শরিফুল। মাহেদি ও মুস্তাফিজ নেন দুটি করে উইকেট। বল হাতে নৈপুণ্যের পর ব্যাট হাতেও ক্যামিও ইনিংসের জবাবে ম্যাচসেরার পুরস্কার জেতেন মাহেদি।

এ সম্পর্কিত আরও খবর