বোলিংয়ে বাংলাদেশ, সাকিবের অভিষেক

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-27 12:35:05

১৭ বছরের পর এবার ১২ বছরের। ওয়ানডেতে খরা কাটিয়ে এবার পালা টি-টোয়েন্টির। কিউই সফরের ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে ১৭ বছর ও ১৮ ম্যাচের খরা কাটিয়ে ৯ উইকেটের দাপুটে জয়ে পায় নাজমুল হোসেন শান্তর দল। এবার তাদের নজর স্বল্প ওভারের ফরম্যাটে। 

সেই নেপিয়ারেই সিরিজের প্রথম টি-টোয়েন্টি। সেখানে টসে জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক শান্ত। একাদশে তিন পেসার নিয়ে মাঠে নামবে তারা। শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ছাড়াও থাকছেন অভিষিক্ত তানজিম হাসান সাকিব। অন্যদিকে, এক বছর পর টি-টোয়েন্টি একাদশে ফিরলেন সৌম্য সরকার। 

বাংলাদেশ একাদশ:

রনি তালুকদার, সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শেখ মাহেদি, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম।

নিউজিল্যান্ড একাদশ:

টিম সেইফার্ট, ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, মিচেল স্যান্টনার (অধিনায়ক), অ্যাডাম মিলনে, জেমস নিশাম, বেন সিয়ার্স, ইশ সোধি, টিম সাউদি।

এ সম্পর্কিত আরও খবর