ইংল্যান্ডের নতুন কোচ কাইরন পোলার্ড

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-26 12:24:58

টি-টোয়েন্টিতে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সময়টা কাটছে না ভালো। সবশেষ অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ জয়ের পর ১২ ম্যাচের মধ্যে হেরেছে ৮টিতেই। এই অবস্থায় আসন্ন ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের দল নিয়ে ভাবতে শুরু করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড ইসিবি। যার ধারাবাহিকতায় জুনে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য কোচিং প্যানেলে কাইরন পোলার্ডকে যুক্ত করেছে ইসিবি।

পোলার্ড গত বছর ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটকে বিদায় বলার আগে খেলেছেন মোট ১০১টি টি-টোয়েন্টি। যেখানে ১ হাজার ৫৬৯ রানের সঙ্গে ৪২টি উইকেট রয়েছে এই অলরাউন্ডারের। এছাড়াও বিশ্বের প্রায় সকল ফ্র্যাঞ্চাইজি লিগে ৬০০ এর বেশি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। পোলার্ডের সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চায় ইংল্যান্ড।

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো অংশ নেবে ২০টি দল। যা আয়োজন করবে যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ। মূলত, ক্যারিবিয়ান অঞ্চলে পোলার্ডের খেলার অভিজ্ঞতার কারণেই তাকে কোচিং প্যানেলে যুক্ত করেছে ইসিবি।

পোলার্ড মূলত, ইংল্যান্ড দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। যার কাজ হলো কন্ডিশন সম্পর্কে ইংল্যান্ড দলকে পরিষ্কার ধারণা দেওয়া। বিশ্বকাপের পর পোলার্ডের ভবিষ্যৎ কি হবে সেটি নিয়ে অবশ্য এখনও কিছু জানায়নি ইসিবি।

এ সম্পর্কিত আরও খবর