এবার ডোপকাণ্ডে নিষিদ্ধ জিম্বাবুয়ের দুই ক্রিকেটার

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2023-12-21 17:01:36

জিম্বাবুয়ে ক্রিকেটের শনির দশা কাটছেই না! টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে ‘আনকোরা’ উগান্ডার কাছে হার। সে হারের ধাক্কা সামলে আর বিশ্বকাপে সুযোগ পাওয়া হয়নি তাদের। এই ব্যর্থতার দায় ঘাড়ে নিয়ে পদত্যাগ করেছেন কোচ ডেভ হিউটন, যার হাত ধরে জিম্বাবুয়ে ক্রিকেটে পুনর্জাগরণ হবে বলে ধারণা করছিলেন বোদ্ধারা। আর কোচের পদত্যাগের পরদিনই নিষেধাজ্ঞার মুখে পড়লেন দুই ক্রিকেটার।

ইএসপিএন ক্রিকইনফো জানিয়েছে, সম্প্রতি জিম্বাবুয়ে ক্রিকেটের নিজেদের উদ্যোগে করা ডোপিং টেস্টে ‘নিষিদ্ধ’ রিক্রিয়েশনাল ড্রাগ নেয়ার প্রমাণ পাওয়া যায় দুই ক্রিকেটারের বিরুদ্ধে। যার ফলে সে দুই ক্রিকেটার ওয়েসলি মাধেভেরে এবং ব্র্যান্ডন মাভুতাকে নিষিদ্ধ করেছে জিম্বাবুয়ে ক্রিকেট।

তাদের এখন জিম্বাবুয়ে ক্রিকেটের ডিসিপ্লিনারি কমিটির মুখোমুখি হতে হবে। তাদের কতদিনের জন্য নিষিদ্ধ করা হয়েছে, সেটাও তখন জানা যাবে।

আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বশেষ হোম সিরিজেও জিম্বাবুয়ের জার্সিতে খেলেছেন মাধেভেরে এবং মাভুতা। মাধেভেরে টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই খেলেছিলেন, আর মাভুতা মাঠে নেমেছেন শেষ টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে।

এ সম্পর্কিত আরও খবর