লায়নের রেকর্ডের দিনে অস্ট্রেলিয়ার বড় জয়

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2023-12-17 16:09:43

কুমার সাঙ্গাকারা থেকে ফাহিম আশরাফ; গ্রাউন্ডসম্যান থেকে পাঁচশো টেস্ট উইকেটের মালিক। নাথান মিচেল লায়ন - একজন অফ স্পিন থেকে অজিদের বোলিং আক্রমণে ত্রাতার ভূমিকা রাখা। ২০১১ থেকে ২০২৩, অপেক্ষা ১২ বছর, ১২৩ টেস্ট আর ২৩০ ইনিংস৷

ইতিহাসের অষ্টম বোলার হিসেবে পাঁচ শ টেস্ট উইকেটের মাইলফলক৷ সেই সাথে তৃতীয় অস্ট্রেলিয়ান আর ইতিহাসের চতুর্থ স্পিনার হিসেবে টেস্ট ক্রিকেটে পাঁচশো উইকেট। শেন ওয়ার্ন আর ম্যাকগ্রার পর প্রায় অর্ধযুগ পর কোনো অস্ট্রেলিয়ানের এমন কীর্তি নাথান লায়নের নামটা আরো বেশি সমৃদ্ধ করেছে নিশ্চয়ই। সেই সাথে শেন ওয়ার্ন, মুত্তিয়া মুরালিধরন আর অনিল কুম্বলের পর কোনো স্পিনারের এই কীর্তি টেস্ট ক্রিকেটের একটা লড়াইকে জমজমাট করে তুলেছে।

৫০০ টেস্ট উইকেট শিকারির তালিকায় শুরুতে স্পিনারদেরই রাজত্ব ছিলো৷ তিন স্পিনার ওয়ার্ণ, মুরালি আর কুম্বলের বিপরীতে দুই পেসার কোর্টনি ওয়ালশ, গ্লেন ম্যাকগ্রা। প্রায় দেড় দশকের বেশি সময় এভাবে চললেও দুই ইংলিশ গ্রেট জেমস অ্যান্ডারসন আর স্টুয়ার্ট ব্রড যোগ দেওয়ায় লড়াইটা হয়ে যায় চার পেসার বনাম তিন স্পিনার৷ লায়ন এই এলিট ক্লাবে প্রবেশ করায় লড়াইটা এখন চারে চারে। অর্থাৎ সমানে সমান।

পার্থ টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট নেওয়ার পর অপেক্ষা করছিলেন ৪৯৯-এ। রবিবার ফাহিম আশরাফকে এলবি করে সেই ঐতিহাসিক মাহেন্দ্রক্ষণ। সুযোগটা অবশ্য অনেক আগেই আসতে পারতো। কিন্তু অ্যাশেজে মাত্র দুই ম্যাচ খেলার পর ইনজুরি৷ সেখানেও বল করতে পারেননি একটা ইনিংস পুরোটা। ইনজুরিতে পড়ার আগে ৪৯৬ তে রেখে গিয়েছিলেন উইকেট সংখ্যা। এবার বাকী দায়িত্বটুকুই সারলেন। অনুমিতভাবেই মাত্র একটা টেস্টই সময় নিয়েছেন৷

টেস্ট ক্রিকেটে লায়নের প্রথম শিকার কুমার সাঙ্গাকারা। ১০০তম শিকার স্টুয়ার্ট ব্রড। ২০০-তে নামটা ধনাঞ্জয়া ডি সিলভার৷ ৩০০ তম উইকেট আসে কাগিসো রাবাদাকে টিম পেইনের স্টাম্পিং করে। ৪০০তম উইকেট ছিলো ইংলিশ ব্যাটার ডেভিড মালানের৷ আর ঐতিহাসিক পাঁচশোতে লায়ন ইতিহাসের অংশ বানিয়ে দিলেন ফাহিম আশরাফকেও৷

লায়নের এই কীর্তির দিনে পার্থ টেস্টে ৩৬০ রানের বড় জয় পেয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার দেয়া ৪৫০ রানের টার্গেটে ব্যাট করতে নেমে মাত্র ৮৯ রানেই গুটিয়ে গেছে পাকিস্তান। এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করে ৪৮৭ রান। জবাব দিতে নেমে প্রথম ইনিংসে ২৭১ রান অলআউট হয় পাকিস্তান। ২১৬ রানের লিডের সঙ্গে দ্বিতীয় ইনিংসে আরও ২৩৩ রান যোগ করে অজিরা। তাতে পাকিস্তানের সামনে লক্ষ্য দাঁড়ায় ৪৫০। পাহাড়সম সে লক্ষ্যের নিচে চাপা পড়ে তিন টেস্টের সিরিজে ১-০ তে পিছিয়ে গেল পাকিস্তান।

এ সম্পর্কিত আরও খবর