বিজয় দিবসে মাঠে গড়াচ্ছে প্রীতি ম্যাচ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-14 15:53:56

বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) টুর্নামেন্ট কমিটি আয়োজন করেছে একটি প্রীতি ম্যাচ। শহীদ মুশতাক একাদশ ও শহীদ জুয়েল একাদশের মধ্যে অনুষ্ঠিত হবে এই টি-টোয়েন্টি ফরম্যাটের ম্যাচটি।

আগামী ১৬ ডিসেম্বর (শনিবার) সকাল ১১টায় শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি।

প্রীতি ম্যাচটির টসের ১০ মিনিট পর সকাল ১০টা ৫০ মিনিটে শহীদদের স্মরণে পালন করা হবে ১ মিনিটের নীরবতা। তারপর জাতীয় সঙ্গীত গাওয়ার পর ১১টায় শুরু হবে খেলা।

দুপুর ২টা ৩০ মিনিটে ম্যাচটি শেষ হওয়ার কথা রয়েছে। তারপর হবে ম্যাচ পরবর্তী সম্মেলন এবং পুরষ্কার বিতরণী অনুষ্ঠান।

শহীদ মুশতাক একাদশঃ মেহরাব হোসেন অপি, এস.কে তুশার ইমরান, হাবিবুল বাশার সুমন, নিয়ামুর রশিদ রাহুল, সেলিম শাহেদ, মোহাম্মদ সেলিম, মোরশেদ আলী খান, হাসানুজ্জামান ঝুরু, এহসানুল হক সেজান, সাজ্জাদ আহমেদ শিপন, শফিউদ্দিন আহমেদ বাবু, খান আবদুর রাজ্জাক, মিজানুর রহমান, গাজী আশরাফ হোসেন লিপু ও মোহাম্মদ আলী।

শহীদ জুয়েল একাদশঃ জাভেদ ওমর বেলিম, খালেদ মাসুদ পাইলট, মুশফিকুর রহমান বাবু, মিনহাজুল আবেদিন নান্নু, আকরাম খান, আনোয়ার হোসেন (উইকেটরক্ষক), খালেদ মাহমুদ সুজন, মোহাম্মদ রফিক, জি এস হাসান তামিম, ডলার মাহমুদ, এসকে রবিউল ইসলাম, ফাহিম মুসতাসির সুমিত, ফয়সাল হোসেন, সাজেদুল ইসলাম ও এ এস এম রকিবুল হাসান।

এ সম্পর্কিত আরও খবর