র‍্যাঙ্কিংয়ে লাফ শরিফুল-মিরাজ-নাঈমের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2023-12-13 18:01:53

নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ঘরের মাটিতে স্পিন সহায়ক কন্ডিশনে বোলিংয়ের সুযোগ পেয়েছিলেন মিরাজ-নাঈমরা। সিরিজ ১-১ ড্র হলেও র‍্যাঙ্কিংয়ে তাদের উন্নতি হয়েছে ঠিকই।

ম্যাচে ১০ উইকেট নিয়ে সিলেট টেস্ট নিজের করে নিয়েছিলেন তাইজুল ইসলাম। তবে ঢাকায় বল হাতে তার সঙ্গে সমানতালে পারফর্ম করেছেন মেহেদী হাসান মিরাজও। ঢাকা টেস্টে দুই ইনিংসে ৬ উইকেট নেওয়া এই স্পিনার উঠেছেন টেস্ট বোলিং র‍্যাঙ্কিংয়ে আছেন ২১তম অবস্থানে। আজ (বুধবার) আইসিসির প্রকাশিত র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে মিরাজ এগিয়েছেন দুই ধাপ।

অফ স্পিনার নাঈম হাসানও দেখেছেন উন্নতির মুখ। পাঁচ ধাপ এগিয়ে র‍্যাঙ্কিংয়ে ৪৪তম স্থানে উঠেছেন তিনি।

বোলারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবচেয়ে বড় লাফ মেরেছেন পেসার শরিফুল ইসলাম। সিরিজের দুই ম্যাচে বোলিংয়ের সুযোগ সেভাবে না পেলেও র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তার। দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে তিন উইকেট পাওয়া এই বাঁহাতি পেসার এগিয়েছেন নয় ধাপ। বর্তমানে ৫৮তম স্থানে আছেন তিনি।

প্রথম টেস্টে ১০ উইকেট পাওয়া তাইজুল উঠে এসেছিলেন র‍্যাঙ্কিংয়ের ১৪-তে। দ্বিতীয় টেস্টেও দুই ইনিংস মিলিয়ে নেন ৫ উইকেট। তবে র‍্যাঙ্কিংয়ে আসেনি কোনো পরিবর্তন, আছেন একই স্থানে।

এ সম্পর্কিত আরও খবর