বিপিএল শুরু ১৯ জানুয়ারি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2023-12-27 03:58:48

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১০ম আসরের সময়সূচি ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট শুরু হবে ১৯ জানুয়ারি। ১ মার্চ ফাইনাল।

২০২৪ বিপিএলের উদ্বোধনী দিনে হবে একটি ম্যাচ। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লড়বে নতুন দল দূরন্ত ঢাকার সঙ্গে। ৭ দলের এই লড়াইয়ে মোট ম্যাচ হবে ৪৬টি। শুক্রবার দিনের ম্যাচ শুরু দুপুর ২টায়, রাতের ম্যাচ শুরু সন্ধ্যা ৭টায়। শুক্রবার ছাড়া সপ্তাহের বাকি ৬ দিন ম্যাচ শুরু দুপুর দেড়টায়। রাতের ম্যাচ শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়।

তিনটি স্টেডিয়ামে হবে বিপিএলের লড়াই। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ছাড়াও বিপিএল ম্যাচ হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ও সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

বিপিএলের প্রথম ধাপে ১৯ জানুয়ারি খেলা শুরু। চলবে ২৩ জানুয়ারি অব্দি। তারপর সিলেট পর্ব। যেখানে চলবে ৩ ফেব্রুয়ারি অব্দি।

সিলেট পর্ব শেষে ফের ঢাকায় লড়াই। ১০ ফেব্রুয়ারি ঢাকা পর্ব শেষে চট্টগ্রামে লড়াই। ১৩ ফেব্রুয়ারি থেকে ২০ ফেব্রুয়ারি সেখানে হবে ১২ ম্যাচ। ২৩ ফেব্রুয়ারি থেকে ঢাকায় বিপিএল।

নতুন দল দুর্দান্ত ঢাকাসহ এবারের বিপিএলে খেলছে কুমিল্লা ভিক্টোরিয়ানস, রংপুর রাইডার্স, সিলেট স্ট্রাইকার্স, ফরচুন বরিশাল, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও খুলনা টাইগার্স।

এ সম্পর্কিত আরও খবর