বল টেম্পারিংয়ে জড়ালেও খাজার চোখে নায়ক ওয়ার্নার

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-12-04 13:55:24

আগামী ১৪ ডিসেম্বর পার্থ টেস্টে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে অস্ট্রেলিয়া। সব ঠিক থাকলে হয়তো এটিই হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার জার্সিতে ডেভিড ওপেনারের শেষ টেস্ট। তবে তার আগে ওয়ার্নারকে নিয়ে মিচেল জনসনের এক মন্তব্যে রীতিমতো তুলকালাম কাণ্ড দেশটিতে।

যার শুরুটা করেছিলেন দেশটির সাবেক কিংবদন্তি পেসার মিচেল জনসন। ওয়ার্নারকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা জানানোয় প্রশ্ন তুলেছিলেন। এই ইস্যুতে অবশ্য এরইমধ্যে কথা বলেছেন অনেকেই। এবার মুখ খুলেছেন অজিদের আরেক ওপেনার উসমান খাজাও। জানিয়েছেন জনসনের চোখে ওয়ার্নার খলনায়ক হলেও ওয়ার্নারই তার মনের প্রকৃত নায়ক।

ওয়ার্নারের প্রশংসা করে খাজা বলেন, ‘ডেভিড ওয়ার্নার এবং স্টিভেন স্মিথ আমার মনের নায়ক। তারা অন্ধকার সময়ের মধ্য দিয়ে গেছে এবং এক বছর অস্ট্রেলিয়ান ক্রিকেটকে মিস করেছে কিন্তু তারা ফিরে এসে তাদের বকেয়া পরিশোধ করেছে।’

খাজা আরও বলেন, ‘কেউ নিখুঁত নয়। মিচেল জনসন নিখুঁত নন। আমি নিখুঁত নই। স্টিভ স্মিথ নিখুঁত নন। ডেভিড ওয়ার্নারও নিখুঁত নন। তারা খেলার জন্য যা করেছে এবং খেলাটিকে যত দূর এগিয়ে নিয়ে গেছে। তারা যা করেছে তার চেয়ে এটা বেশি গুরুত্বপূর্ণ। জনসন স্যান্ডপেপার ঘটনায় জড়িত ওয়ার্নার বা অন্য কাউকে নায়ক না মানলেও, আমি এর সাথে দৃঢ়ভাবে একমত নই। কারণ আমি বিশ্বাস করি তারা তাদের বকেয়া পরিশোধ করেছে।’

এ সম্পর্কিত আরও খবর