চব্বিশেই শেষ বিদায়

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-30 13:41:26

ব্লাড ক্যান্সারের সঙ্গে লড়াই করেছেন দীর্ঘদিন ধরে। একটু একটু করে এগিয়ে গিয়েছেন মৃত্যুর পথে। অথচ জীবনের শেষ দিন অব্ধি চালিয়ে গিয়েছেন ভালোবাসার ক্রিকেটটাকে। ঢাকা ২য় বিভাগ ক্রিকেট লিগের চলতি মৌসুমেও গোপীবাগ ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ক্লাবের হয়ে খেলেছেন সাতটি ম্যাচ। সতীর্থদের কাউকে বুঝতে দেননি ভেতরে কি কঠিন রোগ বয়ে বেড়াচ্ছেন তিনি।

খেলার মাঠের লড়াইয়ের মতো জীবনের মাঠেও বেঁচে থাকার লড়াইটা চালিয়ে যাচ্ছিলেন ২৪ বছর বয়সী এই অলরাউন্ডার। স্বপ্ন ছিল; একদিন সব ঠিক হলে জাতীয় দলের জার্সিতে মাঠে নামবেন, দেশের হয়ে লড়বেন বিশ্বমঞ্চে। তবে সেই স্বপ্নটা ছুঁয়ে দেখা হলো না তার। হেরে গেলেন জীবন যুদ্ধে।

হার না মানার প্রতিশ্রুতি নিয়ে ক্রিকেট খেলা শুরু করা হৃদয় হার মানলেন ক্যান্সারের কাছে। বুধবার মৃত্যুবরণ করেন তিনি। তার এই অকাল মৃত্যুতে তাই শোকের ছায়া নেমেছে বাংলাদেশ ক্রিকেটে। হৃদয়ের মৃত্যুতে গভীর শোক জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।

জাতীয় দলের ক্রিকেটার সাইফউদ্দিনকেও ছুঁয়ে গেছে হৃদয়ের এই অকাল মৃত্যু। ফেসবুক পোস্টে এই ক্রিকেটার লিখেছেন, ‘ছোট ভাই হৃদয় আমাদের মাঝে আর নেই। অনেক স্বপ্ন নিয়ে ঢাকা দ্বিতীয় বিভাগ ক্রিকেট লিগ খেলতে ঢাকায় অবস্থান করেছিল। প্রথমে ডেঙ্গু আক্রান্ত হয়ে পরবর্তীতে ব্লাড ক্যান্সার এবং ব্রেন স্ট্রোক করে মারা যায়।’

সাইফউদ্দিন আরও লিখেছেন, ‘বসবাস করার জন্য ঢাকা অযোগ্য শহর। মানুষের স্বাস্থ্য সুরক্ষা একদম নেই বললেই চলে| কিছুদিন আগে ছেলেটা বিয়ে করেছিল কত স্বপ্ন ছিল তার পরিবার নিয়ে বাঁচার। কিন্তু এই নিয়তি তাকে আর থাকতে দিল না। ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা কত কিছু না করি তাও আমাদের সিস্টেম চেঞ্জ হবে না। ভালো থাকিস ওপারে।’

হৃদয়ের অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে তার ক্লাব "গোপীবাগ ফ্রেন্ডস এসোসিয়েশন"। শোক বিজ্ঞপ্তি দিয়ে ক্লাবটি তাদের অনুভূতি ব্যক্ত করে – ‘আমাদের "গোপীবাগ ফ্রেন্ডস এসোসিয়েশন" এর উদীয়মান ক্রিকেট খেলোয়াড় আব্দুল আলীম হৃদয়  (২৪) ব্লাড ক্যান্সার এ আক্রান্ত হয়ে আজগর আলী হাসপাতালের আইসিইউ তে চিকিৎসাধীন থাকা অবস্থায়  ইন্তেকাল করেন (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আমরা "গোপীবাগ ফ্রেন্ডস এসোসিয়েশন" এর সকল কর্মকর্তা ও খেলোয়াড়রা তার মৃত্যুতে গভীরভাবে শোকাহত। আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাঁর শোকসন্তপ্ত পরিবাবের প্রতি বিশেষ সমবেদনা জ্ঞাপন করছি। আমীন।‘

এ সম্পর্কিত আরও খবর