দ্বিতীয় সেশনের শুরুতেই চাপে বাংলাদেশ 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-30 12:56:15

দিনের প্রথম সেশনে মমিনুলের দুর্দান্ত বোলিংয়ে কিউইদের দ্রুতই থামায় স্বাগতিকরা। সেখান থেকে ব্যাটিংয়ে নেমে বেশ বুঝেশুনেই প্রথম সেশন শেষ করে নাজমুল হোসেন শান্তর দল। তবে দ্বিতীয় সেশনের শুরুতেই চাপে পড়ে যায় তারা। পরপর দুই ওভারেই সাজঘরে ফেরেন দুই ওপেনার।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬ ওভার শেষে ২ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৩২ রান। 

দলীয় ২৩ রানের মাথায় লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন ওপেনার জাকির হাসান (১৭)। সেই অ্যাজাজ প্যাটেলের বলে। প্রথম ইনিংসে তার অফ স্ট্যাম্পের বাইরের বল টার্ন নিয়ে লাগে স্ট্যাম্পে। এবার ঠিক একই রকম বলেই আউট হলেন বাঁহাতি এই ব্যাটার। 

পরের ওভারেই প্যাভিলিয়নে ফেরেন আরেক ওপেনার মাহমুদুল হাসান জয় (৮)। প্রথম ইনিংসে বাংলাদেশে হয়ে সর্বোচ্চ ৮৬ রান করা এই ব্যাটার এবার হলেন দুর্ভাগার শিকার। নাজমুল হাসান শান্তর এক স্ট্রেইট ড্রাইভ বোলারের হাতে লেগে নন-স্ট্রাইক স্ট্যাম্পে লাগলে রান আউটের শিকার হন জয়। 

এ সম্পর্কিত আরও খবর