বাংলাদেশ দলে অভিজ্ঞ খেলোয়াড় না থাকায় খুশি রনকি

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2023-11-26 20:51:14

অভিজ্ঞ খেলোয়াড়দের ছাড়াই নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করছে বাংলাদেশ দল। সাকিব, তামিম, তাসকিন, মুস্তাফিজের মত সিনিয়র ও ভালো খেলোয়াড়রা বাংলাদেশ দলে না থাকাটা কিছুটা শঙ্কার বলে স্বীকার করেছেন টাইগার কোচ হাথুরুসিংহে। অপরপক্ষে এই ব্যাপারটিতে বেশ খুশি হয়েছেন কিউই কোচ রনকি।

ঘরের মাঠে ২৮ নভেম্বর থেকে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক বাংলাদেশ। বিশ্বকাপের ঠিক পরেই সিরিজটি হওয়ায় দুই দলের কেউই নিজেদের প্রথম সারির খেলোয়াড়দের নিয়ে দল সাজায়নি। তবে শক্তি-সামর্থ্যের বিবেচনায় এগিয়েই রয়েছে কিউইরা, বর্তমান টেস্ট বিশ্বচ্যাম্পিয়নও তারা।

আজ সিলেটে ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বাংলাদেশের এই ‘অনভিজ্ঞ’ দল নিয়ে কিউই কোচ লুক রনকিকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ‘ওরা (সাকিব-তামিম) অভিজ্ঞ, অনেক ক্রিকেট খেলেছে বাংলাদেশের হয়ে। ওদের না থাকা দর্শকদের জন্য নিশ্চয়ই হতাশার। আমাদের জন্য অবশ্যই ভালো। ওরা থাকলে ওদের বিপক্ষে খেলার চ্যালেঞ্জটা নিতে হতো। সেটা নিতে হচ্ছে না।‘

বাংলাদেশ দলের বোলিং বিভাগ নিয়েও বলেন তিনি, ‘এটি তাদের ঘরের মাঠ। ওরা কন্ডিশন খুব ভালো চেনে এবং দেশে খুব ভালো খেলে। আমাদের এটি নিশ্চিত করতে হবে যেন তাদের ব্যাটাররা সহজে রান করতে না পারে এবং বোলারদের উইকেটের জন্য সংগ্রাম করতে হয়। দুই দলেরই স্পিন ও পেস বিভাগের মান বেশ ভালো। এসব দিক থেকে চ্যালেঞ্জ আসবে। এমন আক্রমণের বিপক্ষে কারা কেমন খেলে, সেটিই দেখার বিষয়।’

এ সম্পর্কিত আরও খবর